উল্লাপাড়া

উল্লাপাড়ায় ব্যস্ত সময় পার করছে নৌকা তৈরির কারিগররা

মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া থেকেঃ

ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই কাঠের মাঝে পেরেক দাবানোর খট খট শব্দ । কেউবা কাঠ কাটা কেউবা চেরাই নিয়ে, কেউ কেউ নৌকার তলা বিছানো নিয়ে ব্যস্ত । সকাল থেকেই এমন কাজ নিয়ে মগ্ন থাকেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নৌকা তৈরির কারিগররা । তবে গতবছরের তুলনায় এ বছর নৌকা তৈরির কাঠ ও অন্যান্য সরঞ্জামের দাম প্রায় দ্বিগুণ হওয়ায় সে অনুযায়ী বিক্রিতে নৌকা দাম পাচ্ছেন না কারখানার মালিকেরা । আর্থিকভাবে লাভবান না হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা । বর্ষা মৌসুম এলেই উপজেলার প্রত্যান্ত নীচু অঞ্চলে নৌকার প্রয়োজন দেখা দেয়। গ্রামাঞ্চলের রাস্তাগুলো নীচু হওয়ায় বর্ষা মৌসুমে বন্যার পানিতে রাস্তাগুলো তলিয়ে যায় । এ সময় এ অঞ্চলে নৌকাই একমাত্র চলাচলের প্রাধান বাহন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে । উপজেলার গয়হাট্রা, চঁন্দ্রগাতী, কয়ড়া, মোহনপুর,বালসাবাড়িসহ বিভিন্ন জায়াগায় গড়ে উঠা ৪২টি কারখানায় নৌকা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে কারিগররা । তবে নৌকা তৈরির সরঞ্জামের দাম বাড়লেও বাড়েনি নৌকার দাম। এ ছাড়াও অনেকেই পুরাতন নৌকা মেরামত করে ব্যবহারের উপযোগী করে তুলছে ।

নৌকা তৈরির কারিগর সুশিল কুমার সুত্রধর বলেন, বর্ষা মৌসুম এলে নৌকা তৈরির কাজে ব্যস্ত হয়ে পরি । এই সময় নৌকার চাহিদা বেড়ে যাওয়ায় অতিরিক্ত কিছু আয় করতে পারি । একটি ১২ ফুটের নৌকা তৈরিতে দুইজন কারিগরের একদিন সময় লাগে অথচ সে অনুযায়ী মুজুরীর পাই না । মহাজনদের কাছ থেকে যে মজুরি পাওয়া যায় তা দিয়ে সংসার চালানো দায় । নৌকা তৈরির কারখানার মালিক মোঃ বেল্লাল হোসেন বলেন, নৌকা তৈরির সরঞ্জামের দাম দ্বিগুণ । আগের মতো আর বেশি লাভ হয় না। প্রতিটি ১২ হাত নৌকা তৈরিতে খরচ হয় প্রায় ৮ হাজার টাকা । বিক্রি করা জায় সাড়ে ৮ থেকে ৯ হাজার টাকায় । চলতি বর্ষা মৌসুমে বন্যার পানি বেশি না হওয়ার কারনে নৌকার চাহিদা কম। তাই এই ব্যবসা কোনো মতে ধরে আছি। তাছাড়া সরকারি ভাবে কোন রকম ঋণ সুবিধা পাওয়া যায় না ।

মোঃ আব্দুস ছাত্তার

উল্লাপাড়া সিরাজগঞ্জ ১৮/০৭/২০২৫