উল্লাপাড়ায় আলোচিত ছিনতাইয়ের স্থান রেলওয়ে ওভার পাস
উল্লাপাড়া প্রতিনিধিঃ
উল্লাপাড়ায় এখন আলোচিত ছিনতাই স্থান রেলওয়ে ওভার পাস । সন্ধ্যা লাগলেই চার পাশ অন্ধকার । আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যা নামলেই শুরু হয় চুরি ও ছিনতাই । কারণ এই ওভার পাসে নেই কোনো আলোর ব্যবস্থা । বরাদ্দ থাকলেও নির্মান কাজ হওয়ার এক বছর পার হলেও নেই কোনো আলোর ব্যবস্থা । উল্লাপাড়া রেলওয়ে ওভার পাসের উপর দিয়ে যানবাহ চলাচল শুরু থেকেই স্ট্রিট লাইট না থাকায় সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢেকে যায় ওভার পাসের চতুর পাশ । এই পথে চলাচলকারী পথচারী ও যানবাহন চলতে হচ্ছে চরম নিরাপত্তাহীনতার মধ্যে । আর এই সুযোগে অপরাধীরা ওভার পাস এলাকাটি এখন চুরি ও ছিনতাইয়ের নিরাপদ আশ্রয়ের স্থান হিসেবে ধরে নিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের । তারা জানান শুরু থেকেই ওভার পাসের দু’পাশে স্ট্রিট লাইটের খুটি গাড়া থাকলেও তাতে কোনো বিদ্যুৎ সংযোগ নেই । ঠিকাদারি প্রতিষ্ঠান বিদ্যুৎ সংযোগ না দিয়েই বরাদ্দ কৃত টাকা উত্তোলন করে সড়ক বিভাগের কাছে ওভার পাসটি বুঝে দিয়ে গেছেন এক বছর আগে । এ অবস্থায় রাতের বেলা ওভার পাস দিয়ে চলাচল করা যেন রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে পরছে । ইতোমধ্যে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে ।
স্থানীয়রা বলছেন, স্ট্রিট লাইট না থাকায় দুর্বৃত্তরা সহজেই ওভার পাসের উপর ছিনতাই এর টার্গেট নিচ্ছে এবং চুরি ও ছিনতাই করে সহজেই পালিয়ে যাচ্ছে এ অন্ধকারের সুযোগে । এ বিষয়ে ট্রাক চালক মজুন মিয়া, অটোভ্যান চালক কামাল হোসেন জানান, সন্ধ্যার পর এই ওভার পাস পথ দিয়ে চলা খুবই ভয়ানক । অনেকেই মোবাইল, ব্যাগ বা টাকা ছিনতাইয়ের শিকার হয়েছেন । অথচ যদি পর্যাপ্ত লাইট থাকত, তাহলে এমনটা হতো না। এছাড়াও লাইট না থাকার কারনে অন্ধকারে গাড়ি চালানোও কষ্ট ।
গত ২০১৯ সালে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৮৩ কোটি টাকা ব্যয়ে বাইপাস সড়ক সহ ওভার পাসটি নির্মানের কাজ পায় মেসার্স মঈন উদ্দিন বাঁশি লিঃ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান । তার কাছ থেকে সাব ঠিকাদার হিসেবে এরোষ্টকেট প্রোপাইটেজ লিমিটেড ওভার পাস এর নির্মান কাজ করার দায়িত্ব প্রাপ্ত হয় । ২০১৯ সালের ১৬ মে নির্মান কাজ শুরু করে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও তা ৪ বার কাজের সময় বৃদ্ধি করে বাইপাস সড়কের কিছু কাজ বাদ রেখে ২০২৪ সালের মাঝামাঝিতে কাজ শেষ করে ঠিকাদার প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জ সড়ক বিভাগের কাছে হস্তান্তর করেন । এ বিষয়ে এরোষ্টকেট প্রোপাইটেজ লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার খাইরুল ইসলাম বলেন,রেলওয়ে ওভার পাসটির সকল কাজ শেষ করে কর্মচারীরা ঈদের ছুটিতে যায়। ছুটি কাটিয়ে এসে দেখে ওভার পাসের লাইট জ্বালানোর সকল ইলেক্ট্রিনিক সরঞ্জাম সহ তার চুরি হয়ে গেছে । পরবর্তীতে প্রায় ১২ লাখ টাকার তার সহ ইলেক্ট্রিক সকল মালামাল কিনে সিরাজগঞ্জ সড়ক বিভাগের কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে ।
এ বিষয়ে সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল বলেন, বিদ্যুৎ সংযোগ না থাকার কারনে লাইট জ্বালানো যাচ্ছে না । তবে ঠিকাদার প্রতিষ্ঠান মালামাল কিনে দিয়েছে সেটি আমাদের হেফাজতে রয়েছে। এছাড়া বিদ্যুৎ সংযোগের জন্য পল্লীবিদ্যুৎ অফিসে আবেদন করা হয়েছে খুব দ্রুতই ওভার পাস এ লাইট জ্বালানো হবে।
মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া, সিরাজগঞ্জ