সিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গ এক ব্যক্তির লাশ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি ;
সিরাজগঞ্জ শহরের গয়লা মধ্যপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তৃতীয় লিঙ্গ সুমন খান (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে গয়লা মধ্যপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুমন খান (৪০) গয়লা মধ্যপাড়া মহল্লার আমজাদ হোসেন খানের ছেলে।
স্থানীয়রা জানায়, সুমন হিজরা হওয়ায় তার কাছে বিভিন্ন সময় হিজরাদের যাতায়াত ছিল। তাদের কেউ হয়ত তাকে কোনো কারণে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে নিহতের পরিবারের লোকজনকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, নিহত সুমনের গলায় কালো দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতের কোনো এক সময় তাকে নিজ ঘরের মধ্যে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে ঘরের ভেতর তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।