শাহজাদপুরে ছেলের মৃত্যুর সংবাদ শুনে মায়ের মৃত্যু
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের ভাইমারা গ্রামে ছেলে ছালাম সরকার (৬০) এর মৃত্যুর খবর শুনে মা ময়ফুল খাতুন (৯২) মৃত্যুর কোলে ঢলে পড়েন। মা ও ছেলেকে একই কবরস্থানে দাফন করা হয়েছে। এলাকাবাসী জানায়, শনিবার সকালে পোতাজিয়া ইউনিয়নের ভাইমারা গ্রামের মৃত আজগর আলীর পুত্র ছালাম সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
পুত্রের এ মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে মা ময়ফুল খাতুনও মৃত্যুর কোলে ঢলে পড়েন। মা ও ছেলের এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।