তাড়াশে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা পরিষদ চত্ত্বরে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল আজিজ বলেন, বিজ্ঞানের যথাযথ মাধ্যমে শিক্ষার্থীরা দেশকে বিশ্বের দরবারে পরিচিত করবে। আজকের ক্ষুদে বিজ্ঞানীরা বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করে দেশকে ডিজিটাল দেশে রূপান্তরিত করবে।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, তদন্ত পরিদর্শক মোয়াজ্জেম হোসেন প্রমূখ। আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।