ঢাকার তরুণ উদ্যোগতা মেলায় উল্লাপাড়ার তরুণ উদ্যোগতা
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
তরুন উদ্যোগতাদের নিয়ে ঢাকার ধানমন্ডি ২৭ এর মীনা বাজারের অপর পার্শ্বে গ্যালারীতে বসেছে তরুণ উদ্যোগতা মেলা। মূলত এস. এস. সি ২০০০ ব্যাচের উদ্যোতাদের নিয়েই এই আয়োজন।
মেলায় তরুণ উদ্যোগতাদের উৎপাদিত শাড়ি, লুঙ্গি, চাদর, হাতে তৈরি ব্যাগ, তাঁতের শাড়ি, সিলেটের মনিপুরী শাড়ি, শাল চাদর, হস্ত শিল্পের লেদার সহ বিভিন্ন প্রকার পন্য সামগ্রি স্থান পেয়েছে । উল্লাপাড়ার তরুণ উদ্যোগতা মাহমুদুল হাসন সোহেল বলেন, এস. এস. সি ২০০০ ব্যাচের সারা দেশের বিভিন্ন তরুন উদ্যোগতাদের একত্রীত্ত্ব করে তাদের উৎপাদিত ভালো পন্য সামগ্রি দেশ ব্যাপি পরিচিত ও সবার কাছে পৌছানোর জন্য এই আয়োজন। মেলার ১০ নম্বর স্টলে তাঁর নিজস্ব দেশী ব্রান্ডের মোড়কে চলনবিল অঞ্চলের ঘী,মধু,শুটকি মাছ,সরিষা তেল,কালোজিরার তেল, গুড়া মশলা সহ বিভিন্ন অর্গানিক পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় প্রায় ২৭ টি স্টল স্থান পেয়েছে।