উল্লাপাড়ায় ২ কাউন্সিলরকে মারপিটের অভিযোগে ইউপি সদস্য সহ ৩ জন আটক
উল্লাপাড়া প্রতিনিধিঃ
উল্লাপাড়া পৌর সভার দুই কাউন্সিলরকে মারপিটের অভিযোগে মঙ্গলবার উল্লাপাড়া মডেল থানা পুলিশ পঞ্চক্রোশী ইউপি সদস্য মোস্তাক আহমেদ মোহন সরকার (৪০) কে আটক করেছে । এ সময় ঘটনাস্থল থেকে আরও দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মোহন সরকার ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং উপজেলার শাহজাহানপুর গ্রামের বাসিন্দা। অপর আটক দুই ব্যক্তি হলেন, মামুন রহমান (২৯) ও কৃষ্ণ হলদার (৩৫) এদের বাড়ি উল্লাপাড়া পৌর সভার ঘাটিনা মহল্লায়।
জানা যায়, উল্লাপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঘাটিনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৫ অক্টোবর রাতে অনুষ্ঠিত এক সাংকৃতিক অনুষ্ঠানে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন ও ইউপি সদস্য মোহনের লোকজন উপস্থিত কতিপয় মেয়ে দর্শকের সঙ্গে খারাপ আচরণ করায় সেখানে গোলোযোগ বাধে। এ সময় ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা উল্লাপাড়া পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর আজিরন নেছা তাদের লোকজনকে গোলোযোগ প্রতিরোধ করার হুকুম দেয়। এতে বিষয়টি মারধরের রুপ নিলে পরে ওই ২ কাউন্সিলর গোলোযোগ মীমাংসার উদ্যোগ নেন।
সোমবার সন্ধ্যায় ২ কাউন্সিলর উল্লাপাড়া শহরে যাবার পথে শাহজাহানপুর খেলার মাঠ সংলগ্ন সড়কের উপর তাদের গতিরোধ করে সানোয়ার হোসেন নেতৃত্বে তার লোকজন উক্ত ২ কাউন্সিলরকে মারধর করে। পরে গত রাতেই ২ কাউন্সিলর, সানোয়ার হোসেন ও ইউপি সদস্য মোস্তাক আহমেদ মোহন সরকারের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন । এ ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে ।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান মঙ্গলবার সকালে শাহজাহানপুর ও ঘাটিনা গ্রামবাসী লাঠি-সোঁটা নিয়ে আবার মারামারির প্রস্তুতি নেওয়ার সময় ঘটনার স্থল থেকে ইউপি সদস্য মোস্তাক আহমেদ মোহন সরকার সহ ৩ জনকে আটক করা হয়েছে । বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সান্ত রয়েছে ।
এদিকে আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলাম এর নেতৃত্বে সকল কাউন্সিলরগণ ওই ঘটনায় জরিত পঞ্চক্রোশী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার হোসেন ও ইউপি সদস্য মোস্তাক আহমেদ মোহন সরকারকে অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানান ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১৭/১০/২০২৩