সরিষাবাড়ীতে পল্লী চিকিৎসক এখন ডাক্তার সেজে গর্ভবতী-শিশুদের চিকিৎসা দিচ্ছে
তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার:
ফার্মেসি মালিকদের প্রাতিষ্ঠানিক কোন স্বীকৃতি না থাকলেও ডাক্তারদের মতোই চিকিৎসা দিয়ে থাকেন। এতে অনেক রোগীর জীবন হচ্ছে বিপন্ন। বিশেষ করে পুরনো ফার্মেসি মালিকদের অনেকেই মুনাফার কারসাজিতে বেশ অভিজ্ঞ। সে কারণে পল্লী চিকিৎসার নামে ঔষধ দিয়ে সাধারণ রোগীদের ‘পকেট কাটার’ নানা কৌশল অবলম্বন করে লাভও করতে পারছেন বেশি। এরকম একটি ফার্মেসি হচ্ছে অঞ্জলী ফার্মেসি।
জামালপুরের সরিষাবাড়ীতে ফার্মাসিস্ট,পল্লী চিকিৎসক করছেন ডাক্তারের মতোই চিকিৎসা কার্যক্রম। একজন বিভিন্ন রিপোর্ট দেখেন অন্য জন প্রেসক্রিপশন তৈরি করেন।পৌরসভার শিমলা বাজার অঞ্জলী ফার্মেসিতে দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চলছে। ফার্মেসিতে অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা প্রদান করা সহ নামে বেনামে নিম্ন মানের ঔষধের ব্যবসাও করছে ।
চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করছে না কোন প্রকার সিল বা অফিসিয়াল প্যাড। সাদা কাগজে লিখে করছেন প্রেসক্রিপশন। অঞ্জলী ফার্মেসি’র প্রোপ্রাইটর ও ফার্মাসিস্ট দিলিপ কুমার সাহা যার লাইসেন্স নং- জামালপুর ০০০৫৮-এ/বি, রেজিস্ট্রেশন নং-১৫৯৭৯ যার মেয়াদ ০৩-১১-২০২১ ইং। উল্লেখিত ফার্মাসিস্ট ছাড়াও তার ভাই বিপ্লব কুমার সাহা প্রতিদিন সকাল সন্ধ্যা রোগী দেখা সহ করছেন ফার্মেসি কার্যক্রম। পল্লী চিকিৎসক কোর্স করে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি এ/বি ক্যাটাগরি ফার্মাসিস্ট হয়ে ডাক্তাদের মতোই চিকিৎসা দিচ্ছেন। পল্লী চিকিৎসক কোর্সটি পল্লী এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার কথা বললেও পৌরসভায় এরকম ভাবে প্র্যাকটিস এর নাম করে রোগী দেখে ঔষধ বিক্রি করছে।অঞ্জলী ফার্মেসির সাইনবোর্ড এ ঔষধ বিক্রেতা লেখা দিয়ে এসব করে আসছে।
নতুন ঔষধের জেনেরিক কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তা ডাক্তারদের প্রেসক্রিপশন দেখে তাঁরাও একইভাবে প্রেসক্রিপশন করেন তারা। এন্টিবায়োটিক ঔষধ প্রেসক্রিপশন করেন তারা। রেজিস্টার চিকিৎসকের প্রেসক্রিপসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েও দিলিব কুমার সাহা ও ছোট ভাই বিপ্লব কুমার সাহা তাদের মত করে ঔষধ দিয়ে চড়া দামে বিক্রয় করে। এছাড়াও গর্ভবতী ও শিশুদের চিকিৎসা প্রদান করেন।
উল্লেখ্য সরিষাবাড়ীর ১টি পৌরসভা ও ৮ টি ইউনিয়নসহ পার্শ্ববর্তী কাজিপুর ও মাদারগঞ্জ উপজেলার একাংশ থেকে প্রতি দিন প্রায় ১/২’শ দরিদ্র সাধারণ মানুষ ডাক্তার ভেবে অন্ধ বিশ্বাসে এখানে চিকিৎসা নিতে আসে। সাধারণ রোগী গুলোকে সিরিয়াল দিয়ে ২/৩ ঘন্টা রেখে নিম্নমান ও স্যাম্পল ওষুধ বিক্রয় করছে। অসুখের ধরন শুনে কোন প্রকার পরীক্ষা নিরীক্ষা না করে প্রেসক্রিপশন করে আসছে।
সাধারণ রোগীরা জানায়,অঞ্জলী ফার্মেসিতে অধিকাংশ সময়ই ডাক্তারের ব্যবস্থাপত্রের বাইরে অন্য কোম্পানির ঔষধ দেয়। আর প্রাথমিক চিকিৎসা নিতে গেলে বিভিন্ন প্রয়োজনীয় ছাড়াও বিভিন্ন ঔষধ দিয়ে দেয়। যেকোন অসুস্থতায় এন্টিবায়োটিক ঔষধ দিয়ে দেয়। এর পাশাপাশি নামধারী ইউনানী যৌন উত্তেজক ঔষধ বিক্রি করে। এন্টিবায়োটিক ঔষুধ প্রয়োগের ফলে বিপরীত ফল হয় প্রায় প্রতিনিয়তই।
আবার দেখা যায়,নিজেরাই প্রেসক্রিপশন করে শিশু বৃদ্ধ মহিলাদের ইনঞ্জেকশন পুশ করে থাকে।একাধিক রোগীর সাথে কথা বলে জানা যায়,সম্প্রতি সেঙ্গুয়া পূর্বপাড়া শাহজাহান এর বোন আলেয়া’র ঠান্ডাজনিত চিকিৎসা নিতে গেলে বিভিন্ন জেনেরিক এর ঔষধ দেয়া অঞ্জলী ফার্মেসি। এতে এক ডোজ ঔষধ সেবনের ফলে অনেক দিন মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ১৫-২০ দিন চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেন তিনি।
উল্লেখ্য যে একজন মুমূর্ষ রোগী চিকিৎসা নিতে আসলে তাকে সিরিয়াল রেখে দীর্ঘক্ষন বসিয়ে রাখে পরে চিকিৎসা না পেয়ে অঞ্জলি ফার্মেসির বারান্দায় মারা যায়। ডাক্তারের প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্র ছাড়া ক্রেতার কাছে অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না – সরকারের পক্ষ থেকে ওষুধের দোকানগুলোকে এমন একটি নির্দেশনা দেয়া হয়েছিল ।
কিন্তু সরেজমিনে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় ঐ নিয়মের বাস্তবায়ন একেবারেই নেই।জাতীয় ঔষুধ নীতিতে উল্লেখ্য করা হয়েছে ৩৯টি ঔষুধ ছাড়া কোন ঔষধ ব্যবস্থাপত্র বিহীন বিক্রি করা যাবে না। এছাড়াও ঔষুধের দোকানের ভিতরে তাপমাত্রা ২২ ডিগ্রী সেঃ নীচে রাখার ব্যবস্থা রাখতে হবে। এ ব্যাপারে জানতে চাইলে দিলিব কুমার সাহা জানান, আমি পল্লী চিকিৎসক হিসেবে প্রশিক্ষণের সময় পৌরসভার ঠিকানা দিয়েই শুরু করি।
এ ব্যাপারে জামালপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক গৌরি রানি বলেন,এ ধরনের খবর আগেও পেয়েছি অঞ্জলী ফার্মেসী’র বিরুদ্ধে, সম্প্রতি জরিমানাও করা হয়েছে। ঔষধের বিষয়ে আমাদের অভিযান চলমান রয়েছে ।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । সরিষাবাড়ী ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি রবিউল কবীর উজ্জল বলেন, অঞ্জলী ফার্মেসিতে ঔষধ বিক্রির জন্য পল্লী চিকিৎসক ও ফার্মাসিস্ট হয়ে রোগী দেখেন। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গাজি রফিকুল ইসলাম বলেন, তারা নিজস্ব কোন সিল প্যাড ব্যবহার করেন না। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
