কুড়িগ্রামে মাস্ক ব্যবহার নিশ্চিতে ও জনসচেতনতা বৃদ্ধিতে এসিল্যান্ড এর অভিযান
মোঃ বুলবুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামে করোনা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সোমবার (৫ জুলাই ) সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোস্তাফিজুর রহমান কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে। অভিযানে জরিমানার পাশাপাশি দরিদ্রদের মাঝে মাস্ক ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
উক্ত অভিযান চালায় কুড়িগ্রাম সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি জানান, দুপুর থেকে সদরে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। জরিমানা করাই মূল উদ্দেশ্য না। অভিযানের মাধ্যমে মানুষকে সচেতন করতে চাই। তবে যেসব শিক্ষিত মানুষ অসচেতনভাবে মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে জরিমানার আওতায় আনা হচ্ছে। তিনি আরো বলেন, তুলনামূলকভাবে শিক্ষিত মানুষরাই মাস্ক ব্যবহার করছেন না। তাদের জরিমানা করছি।
অন্যদিকে কিছু দরিদ্র শ্রমিকরা একই মাস্ক বার বার ব্যবহার করছেন, তাদের সচেতন করাসহ বিনামূল্যে মাস্ক বিতরণ করছি এবং হতদরিদ্র ও নিরীহ যে লোক আছে তাদেরকে ত্রাণ বিতরণ করা হচ্ছে।