সিরাজগঞ্জে মটোর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সংঘর্ষ, আহত ২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ মটোর শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রুপের আবারো সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপে উভয় গ্রুপের কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছুরিকাঘাত বাস চালক ফরিদসহ (২৮) ৫ জনের অবস্থ্ধাসঢ়; আশংকাজনক।

এ সংঘর্ষের পর প্রায় ৪ ঘন্টা বাস চলাচল বন্ধ ছিল। পুলিশ জানায়, উক্ত মটোর শ্রমিক ইউনিয়নের নির্বাচন শুক্রবার অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি সুলতান তালুকদার ও সাধারণ সম্পাদক হাজী আনছার আলী নির্বাচিত হন। শনিবার বিকেল ৪ টার দিকে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা না করায় শনিবার সকাল ১১ টার দিকে পরাজিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী দুলাল শেখ দুলুর সমর্থকরা কেন্দ্রীয় এম এ মতিন বাস টার্মিনালে সমবেত হয়। একপর্যায়ে তারা জয়ী সাধারণ সম্পাদক আনছার আলীর সমর্থকদের মারপিট করে। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বেধেঁ যায়। দুলু সমর্থকরা বলছেন, আনছার আলীর সমর্থকরা চড়াও হওয়ায় এ সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানপাট ভাংচুরের ঘটনাও ঘটে এবং বন্ধ হয়ে যায় বাস চলাচল। পুলিশ সংঘর্ষ এলাকায় গিয়ে কমপক্ষে ৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও বেদম লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও কেউ গ্রেফতার হয়নিআবারো সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকেল ৪ টার পর ওই টার্মিনাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকালেও সুলতান ও আওয়াল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সুলতানসহ ৫ জন আহত হয়েছে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.