১৩ই নভেম্বর তাড়াশে গণহত্যা দিবস ঘোষণা করা হোক

কবি-সাংবাদিক : হাদিউল হৃদয়

গণহত্যা শব্দটি প্রতিটি বাংলাদেশীর কাছে খুবই স্পর্শকাতর ও ঐতিহাসিক একটি শব্দ। ইংরেজি ‘জেনোসাইড’ শব্দটি ‘গণহত্যা’ হিসেবে বাংলায় স্বীকৃত, যার অর্থ বিশেষ কোনও জনগোষ্ঠী বা ধর্ম, বর্ণ ও বিশ^াসের মানুষের বিরুদ্ধে পরিকল্পিত পন্থায় পরিচালিত ব্যাপক হত্যাকা-, আক্রমণ ও পীড়ণ এবং যা সেই জনগোষ্ঠীকে আংশিক অথবা সম্পূর্ণভাবে ধ্বংস করার লক্ষ্যে পরিচালিত হয়। জাতিসংঘের ১৯৪৯ সালের ‘জেনোসাইড কনভেনশন’ও এই সংঙ্গার স্বীকৃত আছে। সেই কারণে ১৯৭১ সালে বাংলাদেশের মাটিতে পাকিস্থানি হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসরদের হাতে যে নির্বিচার হত্যাযজ্ঞ ঘটে, তা সব অর্থেই গণহত্যা বা জেনোসাইড।

১১ই নভেম্বর। ১৯৭১ সালের সারাদেশের ন্যায় ঐতিহাসিক চলনবিলের প্রাণকেন্দ্র আধ্যাতিক জগতের উজ্জল নক্ষত্র হযরত শাহ্ শরীফ জিন্দানী (র:) এর পুণ্য স্মৃতি বিজড়িত তাড়াশে নওগাঁ পলাশ ডাঙ্গা যুব শিবিরের মুক্তিযোদ্ধাদের পাক হানাদার বাহিনীর সাথে সংঘঠিত রক্তক্ষয়ী যুদ্ধে পাক হানাদার বাহিনীর পরাজয় ঘটে এবং যুদ্ধে হানাদার বাহিনীর প্রায় এক কোম্পানী সৈন্য নিহত হয়। তাদের দোষর রাজাকার ৫০/৬০ জন মারা যায়, তার প্রতিশোধ নিতে হানাদার বাহিনী ১৩ই নভেম্বর নওগাঁ আক্রমন করে কিন্ত সেখানে মুক্তিযোদ্ধাদের না পেয়ে তাড়াশে ফেরার পথে আমবাড়িয়া গ্রামে প্রবেশ করে ১৪ জন সাধারণ মানুষকে আগুনে পুরিয়ে হত্যা করে চলে যায়। নিমিষেই মৃত্যুপুরীতে পরিণত হয় আমবাড়িয়া গ্রাম।

হতাহতদের আর্তচিৎকারে সেদিন আমবাড়িয়া গ্রামের আকাশ বাতাশ ভারী হয়ে ওঠে। পাকিস্তানী হানাদার বাহিনীর গুলিতে ওইদিন যারা শহীদ হয়েছিলেন তাঁরা হলেন- শহীদ ইয়ার মোহাম্মাদ, শহীদ মোক্তার হোসেন, শহীদ আব্দুর রহমান, শহীদ মেহের আলী, শহীদ সুলতান সেখ, শহীদ ফজলার রহমান, শহীদ মফিজ উদ্দিন সেখ, শহীদ কিয়ামত আলী প্রাং, শহীদ মজিবর রহমান, শহীদ ওসমান আলী প্রাং, শহীদ দেছের আলী প্রাং, শহীদ আমিন উদ্দিন প্রাং, শহীদ জুব্বার ফকির, শহীদ ইয়াছিন আলী। ধ্বংসযজ্ঞ শেষে পাকিস্তানী হায়েনার দল গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর ভীত- সন্ত্রস্ত লোকজন গুলিতে নিহত ১৩জনকে ঘটনাস্থলের পাশেই কবর দিয়ে রাখে।

পরবর্তীতে সাবেক এমপি মহোদয় গাজী ম, ম, আমজাদ হোসেন মিলন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে ২০১২-১৩ অর্থ বছরে এল.জি.ডি এর সহায়তায় ১৩টি কবরের বাউন্ডারি ওয়াল করে দেন। তারপর আর কোন উন্নয়ন নেই। আমাদের দুর্ভাগ্য যে স্বাধীনতার ৫০ বছর পথ পরিক্রমায় বর্তমান মুক্তিযুদ্ধের চেতনার সরকারের সময় তবুও তৈরি হয়নি একটি শহীদ স্মৃতিস্তম্ভ, নির্মাণ হয়নি একটি শহীদ মিনার। আমবাড়িয়া এখন শুধুই স্মৃতি হয়ে আছে।

৭১ এ আমবাড়িয়া ১৩ জন নিরহ মানুষের উপর গণহত্যা চালানো হয়েছে। এটা চলনবিল তথা তাড়াশবাসীসহ সবার জানার কথা। তথ্য প্রমাণ সবই আছে। তাই দিনটিকে স্মরণ করতে আনুষ্ঠানিকভাবে তাড়াশ গণহত্যা দিবস হিসেবে পালন করতে আমাদের বিন্দুবিসর্গ দ্বিধা নেই। সিরাজগঞ্জ জেলা প্রশাসন, তাড়াশ উপজেলা প্রশাসন,স্থানীয় সরকার, মুক্তিযোদ্ধা সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সমন্বয়ে এই মহৎ ও স্মরণীয় কাজটি করতে এগিয়ে আসবে বলে আশা করি। সকল নিহতদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হোক। যা মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ইতিবাচক অনুভূতির সঞ্চার হবে। এবং ১৩ নভেম্বরকে স্মরণে রাখার জন্য তাড়াশে গণহত্যা দিবস পালন করলে ভবিষ্যৎ প্রজম্ম তাড়াশে মুক্তিযুদ্ধ ও গণহত্যা সম্পর্কে ইতিহাস জানতে পারবে। সাথে সাথে এলাকার ইতিহাস-ঐতিহ্যও সমুন্নত হবে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.