চৌহালীতে শিশুকে দলবেঁধে ধর্ষণ ও হত্যার ৭ বছর পর রহস্য উদঘাটন

মো. ইমরান হোসেন আপন, চৌহালী প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালীতে শিশু সুবর্নাকে (৮) দল বেঁধে ধর্ষণ ও হত্যার ৭ বছর পর রহস্য উদঘাটন করেছে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ধর্ষণের ঘটনা সবাইকে বলে দেয়ার কথা বললে শিশুকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃত দুই আসামী  ছাব্বির হোসেন (২০) ও শাকল খান (২১) জিজ্ঞাসাবাদে এতথ্য জানিয়েছে। তারা আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছে। সোমবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ পিবিআই কার্যালয়ে এতথ্য জানান পিবিআই পুলিশ সুপার রেজাউল করিম। পুলিশ সুপার বলেন, ২০১৭ সালে চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের দত্তকান্দি হাই স্কুল মাঠে  মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায় শিশু সুবর্ণা। সেখানে দত্তকান্দি গ্রামের রশিদ মেম্বারের ছেলে উমারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক  মিলন পাশা সহ অন্যান্য আসামিরা, আসামি ছাব্বির হোসেনের সঙ্গে শিশু সুবর্ণা কে খেলতে দেখে। তখন আসামিরা শিশু সুবর্ণা কে ধর্ষণের পরিকল্পনা করে। তারা শিশুকে ধর্ষণের জন্য ছাব্বির হোসেন কে ৭ হাজার টাকা প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি হয়ে সাব্বির হোসেন শিশু সুবর্ণাকে নিয়ে মধ্য শিমুলিয়া চরে ফসলের মাঠে নিয়ে যায়। সেখানে একে একে ৮ জন ধর্ষন করে শিশুটিকে। এসময় শিশুটি কাঁদতে কাঁদতে বার বার বলতে থাকে সবাইকে ঘটনার কথা বলে দিবো।
তখন আসামীরা চিন্তা করে শিশুটি যদি ঘটনার কথা সবাইকে বলে দেয় তাহলে বিপাকে পড়তে হবে। তাই ধর্ষনকারীরা শিশুটিকে হত্যা করার পরিকল্পনা করে। শিশুটির পড়নের ওড়না দিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে রেখে চলে যায়। পরদিন সকালে ফসলের মাঠ থেকে শিশুটির মরাদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় শিশুটির বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ রহস্য উদঘাটন ছাড়াই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। তবে বাদী না রাজী দিলে আদালত মামলাটি পুনরায় তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।
পিবিআই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে নিশ্চিত হয়ে গত ১৯ এপ্রিল শিশু সুবর্ণার ফুপাতো ভাই ছাব্বির হোসেন (২০) কে ঢাকার শ্যামলী থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে চৌহালী  উপজেলার  দত্তকান্দি গ্রাম  থেকে ইউপি সদস্য আরফান আলীর ছেলে শাকিব খান (২১) নামে এক যুবক কে গ্রেফতার করা হয়। তারা হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.