রায়গঞ্জ/সলঙ্গা

রায়গঞ্জে গাঁজাসহ দুই (০২) শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০৪(চার) কেজি গাঁজাসহ দুই (০২) শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানা পুলিশ।

শনিবার (১৫ জানুয়ারি) জেলা পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম), এর সার্বিক দিক নির্দেশনায় রায়গঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া রায়গঞ্জ থানার মামলা নং ০৭/০৭, তারিখ-১৫/০১/২০২২ খ্রিঃ ধারা-৩৬(১) এর ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মূলে ০৪(চার) কেজি গাঁজা সহ ১। সবুর সেখ(৪৫), পিতা-মৃত কুদ্দুস সেখ, সাং-বাগবাটি(কলেজ রোড), ২। জয়নাল সেখ(২০), পিতা- মৃত মজনু সেখ, সাং-হরিনা গোপাল বাগবাটি, ৩। মোঃ আনিছুর রহমান(৪৭), পিতা-আয়নাল হক, সাং-পিপুল বাড়িয়া, সর্ব থানা ও জেলা- সিরাজগঞ্জদের কে গ্রেফতার করা হয় এবং সিআর মামলা নম্বর-৭০/২১(রায়), ধারা-এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারা এর আসামী মোছাঃ আকলিমা খাতুন, স্বামী-মোঃ ফজলু প্রাং, গ্রাম- বাসুরিয়া, থানা- রায়গঞ্জ, জেলা –সিরাজগঞ্জ।

গ্রেফতার পূর্বক মোট-০৪ জন আসামীদেরকে অদ্য ইং ১৫/০১/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।