মাসব্যাপী বৃক্ষ রোপণ ও বিতরণের কাজের উদ্বোধন করলেন এমপি ডা: হাবিবে মিল্লাত মুন্না
সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
আমাদের সিরাজগঞ্জ আমরাই রাখবো নিরাপদ সবুজ সিরাজগঞ্জ গড়ার লক্ষে, অটুট আমাদের পথ চলা। বাংলার আবহওয়া, বাংলার মাটি গাছ লাগিয়ে করবো ঘাটি এই স্লোগান কে সামনে রেখে ম্যাসব্যাপি বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মুজিব সড়ক জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে ক্লিন সিরাজগঞ্জ গ্রীন, সিরাজগঞ্জ আয়োজনে ম্যাসব্যাপি বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠানে মো.আশিক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন,জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সেরাজুল ইসলাম রাজু, সদস্য আলমিন হোসেন প্রমূখ। ম্যাসব্যাপি বৃক্ষ রোপণ কর্মসূচির ও বিতরণ অনুষ্ঠানে প্রথম দিনে জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের তিন ‘শ ছাত্রদের মাঝে গাছ বিতরণ করা হয়।