বেলকুচি ইউপি নির্বাচনে ইসলামি আন্দলনের প্রার্থী ৪ জন।
রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
আসন্ন বেলকুচি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ফ্রম জমা দেয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী না থাকলেও রয়েছে ইসলামি আন্দোলনের হাত পাখা প্রতিকের প্রার্থী ৪ জন।
মঙ্গলবার দুপুরে (২ রা নভেম্বর) ৪ জন প্রার্থীই এক সাথে মনোনয়ন ফ্রম জমা দেন। প্রার্থীরা হলেন বেলকুচি সদর ইউনিয়নে ইসলামি যুব আন্দোলনের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ কাওছার হোসেন সাগর, ২ নং রাজাপুর ইউনিয়নে বেলকুচি থানা শাখার ইসলামি আন্দোলনের আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আলহাজ্ব হাফেজ মোঃ আশরাফ আলী, ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে ইসলামি আন্দোলনের বেলকুচি থানা শাখার সদস্য মোঃ আমদ আলী, ৪ নং দৌলতপুর ইউনিয়নে ইসলামি আন্দোলনের দৌলতপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মন্ডল।
মনোনয়ন ফ্রম জমাদান সম্পাদন শেষে এই প্রতিবেদককে জানান, বেলকুচি উপজেলায় ৬ টি ইউনিয়নের মধ্যে ৪ টি ইউনিয়নে আমাদের হাত পাখার প্রার্থী রয়েছে। আমরা সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি, সেই সঙ্গে হাত পাখা মার্কায় ভোট দিয়ে উপজেলায় দুর্নীতি ও মাদকমুক্ত করার সুযোগ কামনা করছি। আমরা নির্বাচিত হলে জনগনের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্যায় অভিচার, দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারাবদ্ধ এবং গরীব দুস্ত অসহায় ও অবহেলিত মানুষের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন ইসলামি যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ মুহাম্মাদ নূরউন-নবী,জেলা ইসলামি আন্দোলনের প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল আমিন, জেলা সহকারী দপ্তর সম্পাদক মাওলানা মোঃ রেজাউল করিম সিরাজী, বাংলাদেশ ইসলামি আন্দোলনের বেলকুচি থানা শাখার সেক্রেটারি হাফেজ মোঃ জয়নাল আবেদীন, বাংলাদেশ ইসলামি আন্দোলনের বেলকুচি থানা শাখার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ফজলুল হক মোল্লা, ইসলামি যুব আন্দোলনের জেলা উপ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, বাংলাদেশ ইসলামি আন্দোলনের দৌলতপুর ইউনিয়ন শাখার সভাপতি কারী মোঃ ইউসুফ আলী, ইসলামি আন্দোলনের বেলকুচি থানা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস ছালাম প্রমূখ।