বেলকুচিতে জমি কেনাবেচাকে কেন্দ্র করে মারপিট, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ।

 

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে তামাই কলিয়াপাড়া গ্রামে জমি কেনাবেচাকে কেন্দ্র করে মারপিট, বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে মোঃ ইউসুফ শেখের ঘর থেকে ক্যাশের তালা ভেঙে জমি কেনার জন্য জমানো নগদ ৬ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়া ও ২ লক্ষ টাকা ক্ষতির অভিযোগ উঠেছে ঐ গ্রামের মৃত সুজাব আলী শেখের ছেলে আব্দুল বারেক শেখ ও তার সহযোগীদের বিরুদ্ধে।
সহযোগিরা হলেন মোতালেব শেখের ছেলে আইয়ুব আলী শেখ, মৃত সুজাব আলী শেখের ছেলে নূর হোসেন শেখ, মৃত নূর মোহাম্মদের ছেলে বাচ্চু শেখ, মৃত হাতেম শেখের ছেলে মোতালেব শেখ।

শুক্রবার ০৩/০৬/২০২২ ইং তারিখ রাত ১১টার দিকে এ মারপিট, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে মৃত মরতুজ আলী শেখের ছেলে জেলাল সেখ গুরুতর আহত হয়। পরে তাকে বেলকুচি সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
তাৎক্ষণিকভাবে থানায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ সেখানে উপস্থিত হয়ে ভাংচুর ও লুটপাটকৃত বাড়িঘর পরিদর্শন করেন। পরে দুই পক্ষকে শান্ত সুষ্ঠ থাকতে, ঘটনা যেন আর বড় না হয় এই বলে মিমাংসা করার জন্য পরমর্শ দিয়ে চলে যান।

পরের দিন শনিবার রাত ৯.৩০ মিনিট জেলাল সেখের ছেলে সাব্বির শেখ বাড়ি থেকে তামাই কালিবাড়ী যাওয়ার পথে বিশার মনোহারি দোকানের সামনে পাকা রাস্তার উপর পরিকল্পিতভাবে অভিযুক্ত আব্দুল বারেক সেখের লোকজন তাকে এলোপাথাড়িভাবে কিল ঘুষি মারিয়া ছেলা ফুলা জখম করে। এমতাবস্থায় আত্মরক্ষার জন্য চিৎকার দিলে আশপাশে থাকা লোকজন মোঃ রহিজ, মোঃ আদম আকন্দ, মোছাঃ নূর মহল সহ আরও অনেকে আগাইয়া আসিলে সাব্বিরকে রাস্তার উপর ফেলে চলে যায়, যাওয়ার পথে আবারও তাঁত ফ্যাক্টরী ভাংচুর ও তাঁতের কাপড়, সুতা ছিরে লন্ডভন্ড করে চলে যায়। আবারও থানায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ ও ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম উপস্থিত হয়ে ভাংচুরকৃত আলামত পরিদর্শন করেন। এঘটনায় পরে তারা বেলকুচি থানায় একটি সাধারণ ডায়রী করেন।
এতে অভিযুক্তরা হলেন ১। মোঃ বাচ্চু( ৩২) পিতা মৃত নূর মোহাম্মদ শেখ, ২। মোঃ বাবলু (৪২), পিতা হারেজ শেখ, ৩। মোঃ ইয়ামিন (২৫), পিতা শামছুল শেখ,৪। মোঃ রেজাউল( ২৬), পিতা মৃত আব্দুল হাকিম,৫। মোঃ লিটন( ৩২) পিতা আবু তালেব।

স্থানীয়রা জানায় অভিযুক্ত আব্দুল বারেক জমির মালিক বা ক্রয়- বিক্রয়ের কেউ না। জমির মালিক হলেন মোঃ হারুণ শেখ, তার জমির পরমান ১২ ডেসিমাল, বিক্রির জন্য ফয়সালা হয় মোঃ জেলাল শেখ পরিবার ৭ ডেসিমাল, মোঃ জহুরুল পরিবার ৫ ডেসিমাল হিসেবে জমির বায়নাপত্র করা হয়। পরে টাকার বিনিময়ে পক্ষ নিয়ে তৃতীয় পক্ষ মোতিন শেখকে জায়গা কিনে দেওয়ার জন্য তুচ্ছ ঘটনাকে তিলে তাল করেছে। এতে জমির মালিক ও ক্রেতার কোন দোষ নাই। সব দোষ আব্দুল বারেক ও তার বাহিনীর।

এবিষয়ে অভিযুক্ত আব্দুল বারেকের নিকট জানতে চাইলে তিনি ভাংচুর ও লুটপাটের ঘটনাকে অস্বীকার করেন।

এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার নিকট জানতে চাইলে তিনি জানান,এঘটনায় কোর্টে মামলা হয়েছে। পরের দিন আবারও হাতাহাতির ঘটনায় বেলকুচি থানায় একটি সাধারণ ডায়রী হয়েছে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.