বনার্ঢ্য আয়োজনের মধ্যেদিয়ে রাবিয়ান সিরাজগঞ্জের দ্বিতীয় পুণর্মিলনী অনুষ্ঠিত

 

মো. হোসেন আলী (ছোট্ট)ঃ

 

” এক মন এক প্রাণ আমরা সবাই রাবিয়ান ” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের ফোরাম রাবিয়ান সিরাজগঞ্জের দ্বিতীয় পুণর্মির্লনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার ( ১০ ফেব্রুয়ারী ২০২৪) সকাল ১০ টায় সিরাজগন্জ সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে রাবিয়ান সিরাজগঞ্জের আয়োজনে শেখ কামাল অডিটোরিয়ামের সামনে জাতীয় পতাকাও রাবিয়ান পতাকা উওোলনের মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন করেন, জেলা দায়রা জজ ফজলে খোদা মো. নাজির।

পরে এক বনার্ঢ্য শোভাযাএা বের করা হয়। শোভাযাটি শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে পুনরায় কলেজ অডিটোরিয়ামে সামনে এসে শেষ হয়। পরে শেখ কামাল অডিটোরিয়াম আলোচনা সভার আয়োজন করা হয়। রাবিয়ান সিরাজগঞ্জের সভাপতি রনেন্দ্র নাথ মন্ডল এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাবিয়ান সিরাজগঞ্জের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা সিরাজগঞ্জের সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজীজ সরকার, গণসাংস্থের উপদেষ্টা সাইফুল ইসলাম শিশির, অবসর প্রাপ্ত জেলা ও দায়রা জজ ও বাংলাদেশ ব্যাংকের চীফ ল অফিসার আবু মো. আমিমুল এহসান, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টি. এম সোহেল, ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এস আই. এম এ রাজ্জাক, সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আক্তারুজ্জামান, সিরাজগঞ্জের সিনিয়র আইনজীবী এডভোকেট রন্জিত কুমার মন্ডল, রাবিয়ান সিরাজগঞ্জের অন্যতম সদস্য ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ এম. এম কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল আশরাফ তালুকদার, এর আগে আগে রাবিয়ান সিরাজগঞ্জের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক প্রফেসর সুলতান মাহমুদ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাবিয়ানের প্রচার সম্পাদক মোঃ আইয়ুব আলী, রাবিয়ান সদস্য সহযোগী অধ্যাপক নিলুফার ইয়াসমিন। সহ- প্রচার সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, এর আগে রাবিয়ানের পক্ষ থেকে মোছা. আয়শা খাতুন, ও নাবিলা খাতুন নামে দুজন দরিদ্র প্রতিব্ধীকে দুটি সেলাই মেশিন দেওয়া হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, রেফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়। রাবিয়ানের সদস্য বৃন্দ সংগীত পরিবেশন করেন। এছাড়াও সার্বিক ভাবে রাবিয়ান সিরাজগঞ্জের পুনর্মিলনী অনুষ্ঠানটি তথ্য সেবা কেন্দ্র পরিচালনা করে সেবা মুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জ।
উল্লেখ্য ঃ
সিরাজগঞ্জে বসবাসরত বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক স্মৃতির বন্ধনকে অটুট ও মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে মানব কল্যাণে প্রতিষ্ঠা করে রাবিয়ান সিরাজগঞ্জ গঠন করেছে। এই রাবিয়ান সিরাজগঞ্জের দ্বিতীয় পুণর্মিলনী উৎসবের স্মৃতি ধরে রাখার জন্য এবারে ( অনুরণন) স্মারক সংকলন প্রকাশের উদ্যোগ গ্রহণ করে এই ক্ষুদ্র অবয়ের প্রকাশিত সংকলনটি রাবিয়ান সিরাজগঞ্জের অন্যতম সদস্য মো. ইসমাইল হোসেনকে স্মারক সংকলন সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সে দায়িত্বটি অক্ষর অক্ষরে পালন করেন । রাবিয়ান সিরাজগঞ্জ একটি অরাজনৈতিক অসাম্প্রদায়িক সামাজিক কল্যাণমুখী ফোরাম রাবিয়ান সিরাজগঞ্জ, রাবিয়ান সিরাজগঞ্জ ২০২২ সলের ১২ নভেম্বর অনুষ্ঠিত হয় সংগঠনটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। সিরাজগঞ্জে আমরা যা করতে পারিনি আগামী দিনে তরুন নেতৃত্ব মানুষের ও সমাজের জন্য কল্যাণকর কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করে এই ফোরাম প্রতিষ্ঠার উদ্দেশ্যকে বাস্তবায়ন করবে এবং আগামী দিনে রাবিয়ান সিরাজগঞ্জ তাদের পথ চলা আরো বেগবান হবে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.