সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-২ আসনে নৌকা প্রতীক‌ পেলেন জান্নাত আরা হেনরী

সিরাজগঞ্জ প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড.জান্নাত আরা হেনরী তালুকদার নৌকা প্রতীক‌ পেলেন। সোমবার (১৮’ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছ থেকে নৌকা প্রতীক সংগ্রহ করেন তিনি।

এ-সময় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার সহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতীক সংগ্রহের পর সিরাজগঞ্জ-২
আসনের নৌকার প্রার্থী ডা.জান্নাত আরা হেনরী তালুকদার বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন। এটা আমার জীবনের বড় সফলতা। নির্বাচনে জয়ী হয়ে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য কাজ করে যাবো।’