সিরাজগঞ্জে জেলা প্রশাসনের নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত  

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

 ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর  এই দিনে নয় মাস রক্তক্ষয়ী পাক-হানাদার বাহিনীর সাথে  যুদ্ধ করে লাখো লাখো প্রাণ বিসর্জন দিয়ে রক্তের ভেলায় ভেসে এসে বিজয় ছিনিয়ে আনে  শহীদেরা,  বীর মুক্তিযোদ্ধারা বীরবাঙালিরা 
 পরে  ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। 

 তাই ১৬ ডিসেম্বর  এই দিনটি উপলক্ষ্যে সারাদেশে ন্যায় সিরাজগঞ্জেও  জেলা প্রশাসনের নানা আয়োজনে -১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত  হয়েছে।

 শনিবার (১৬ ডিসেম্বর ২০২৩)এ দিবস উপলক্ষে শনিবার সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের  সুচনা করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করে – সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত এবং ব্যক্তি মালিকানাধীন ভবন / প্রতিষ্ঠান সমূহে। 
সকাল সাড়ে ৮ টায় -সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র  বাজার ষ্টেশন এলাকায় বিজয় সৌধে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান পুস্পস্তবক অর্পণ করেন এবং  জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল (বিপিএমবার) (পিপিএম), জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট  কে.এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার ও যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী তাদের নেতৃত্বে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ,  সকল সাংবাদিকবৃন্দ  ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক গঠন ,  বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা, ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে নেতৃবৃন্দ পুুস্পস্তবক অর্পণে জাতির বীর সন্তানদের জন্য শ্রদ্ধা জানানো হয়। 

পরে সকাল ৮ টায় সিরাজগঞ্জ কর্তৃক শহিদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে – আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা অবমুক্তকরণ, সম্মিলিত কুচকাওয়াজ,  শারীরিক কসরত প্রদর্শন
 শেষে বিজয়ীদের মধ্যে   ডিসপ্লেতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়। 
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আরিফুর  রহমান মন্ডল( বিপিএম বার পিপি এমবার) জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে. এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, যুগ্ম- সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, প্রমূখ।

এসময়ে অনুষ্ঠানে আরো  উপস্থিত ছিলেন – জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, পুনাক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
সকাল ১১ টায় শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে – বীরমুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের  মাঝে সংবর্ধনা এবং ‘জাতির  পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতির শান্তি, সমদ্ধি ও অগ্রগতি কামনা করে 
বাদ জোহর সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সকল মন্দির, গীর্জায় প্রার্থনা করা হয়। 
দুপুরে – হাসপাতাল , জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে-কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকেল ৩ টায়- শহরের মুজিব সড়কস্থ হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে- মহিলাদের অংশ গ্রহনে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করা হয়। একই সময়ে – শহিদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে- জেলা প্রশাসন একাদশ বনাম সুধী সমন্বয়ে একাদশ  প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
বিকেল – ৫ টায়  জেলা শিশু একাডেমিতে – মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬ টায়- পৌর ভসানী মিলনায়তন সবুজ চত্বরে, স্বাধীননতা স্কয়ার, চৌরাস্তায় নাজমুল চত্বরে উন্মুক্ত স্থানে প্রামান্য চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। একই সময়ে শহিদ এম. মনসুর আলী অডিটোরিয়াম মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.