উল্লাপাড়া

সিরাজগঞ্জে ঋণের দায়ে গৃহবধূর আত্মহত্যা

উল্লাপাড়ায় ঋণের দায়ে বিষপানে কাঞ্চন বেগম (৫০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে উপজেলার উধুনিয়া গায়েশ্বে গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।

সোমবার দুপুরে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। উল্লাপাড়া মডেল থানার তদন্ত অফিসার গোলাম মোস্তফা আজ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য চিনি জানান, চার সন্তানের জননী গৃহবধু কাঞ্চন বেগম কয়েকটি ব্যাংক ও এনজিও থেকে প্রায় ৬ লক্ষাধিক টাকার ঋণ নেন। এই টাকা পরিশোধ করতে গিয়ে চাপে পড়ে যান তিনি। ঋণের চাপ সহ্য না করতে পেরে রবিবার রাতে কোন এক সময় বিষপান করে আত্মহত্যা করেছে। পুলিশ দুপুরে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।