রায়গঞ্জে ইটভাটার ট্রাকের দাপটে পথচারীরা ধুলায় ধূসরি

সিরাজগঞ্জঃরায়গঞ্জে সড়কের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ ইটভাটায় দেদারছে মাটি পরিবহন করায় আঞ্চলিক সড়ক গুলোতে চলাচল করতে পথচারীদের নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রায়গঞ্জের প্রতিটি সড়ক এখন ধুলায় ধূসরিত হয়ে পড়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ
পথচারীদের দুর্ভোগ চরমে উঠেছে। অত্র উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের চাঁদপুর গ্রামে ২টি, কয়ড়া গ্রামে ২ টি ও খামারগাঁতী গ্রামে ২ টি ইটভাটা স্থাপিত রয়েছে যার সব কয়টি রাস্তার পাশে।

রায়গঞ্জে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ২ শতাধিক বিভিন্ন নামে ও বেনামে এবং ট্রাক্টরযোগে এলাকার ফসলী জমি থেকে মাটির উর্বর অংশ কেটে আনার কাজে ব্যবহৃত হচ্ছে বেপরোয়া ট্রাক । ইট মৌসুমের শুরু থেকেই এ প্রতিযোগীতা ব্যাপক আকার ধারণ করে। শুধু তাই নয় এসব ইট ভাটা থেকে মাটি ও ইট বহনকারী বৈধ কাগজবিহীন ট্রাক ব্যবহৃত হচ্ছে। ড্রাইভিং সনদবিহীন, অপ্রশিক্ষিত ও অদক্ষ চালকের কারণে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ দিতে হচ্ছে নিরীহ পথচারিদের।

সরোজমিনে গিয়ে দেখা যায় যে, কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে এবং কয়ড়া দাখিল মাদ্রাসার হতে চাঁদপুর বাজারের উপর দিয়ে বেপরোয়া গতিতে ট্রাক গুলো মাটি পরিবহন করে । এতে ট্রাকের ধুলো-মাটিতে সারা রাস্তা ধুলোয় ধূসরিত হয়ে পড়ে। ধুলোর কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

এছাড়াও পথচারীদের মারাত্মক ঝুঁকিতে চলাচল করতে হচ্ছে। অত্র অঞ্চলের বিভিন্ন সড়কে বাস, ট্রাক, মোটর সাইকেল,সাইকেল,প্রাইভেট কার, ইজিবাইক ও ভ্যানসহ বিভিন্ন প্রকারের শত শত গাড়ি চলাচল করে। এসব গাড়িতে থাকা যাত্রী ও চালকরা ধুলোর কবলে পড়ে চোখ বন্ধ করে চলাচল করতে গিয়ে প্রায় সময়ে দুর্ঘটনায় পতিত হচ্ছে।
এছাড়াও মাটি পরিবহনকারী ট্রাক গুলো বিভিন্ন এলাকার কাঁচা রাস্তা থেকে এসে পাকা সড়কে উঠছে। প্রায় রাস্তা গুলোর মোড়ে বাড়ি থাকায় পাকা সড়ক থেকে নামা বা ওঠার পথে চলাচল কারীদের দেখতে না পাওয়াতে যানজোট এবং
প্রায় সময়েই দুর্ঘটনা ঘটছে।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক খামারগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, খামারগাঁতী স্কুলের ১’শ গজের মধ্যে দুটি ইটভাটা যার একটি পুনার্ঙ্গ ভাবে চালু হয়েছে অপরটি পুনার্ঙ্গ করার কাজ চলমান রয়েছে । এ ভাটায় মাটি ইট পরিবহন করার করার কাজে ব্যবহৃত ১০-১২ ট্রাক স্কুলের পাশ দিয়ে চলাচল করায় স্কুলের জানালা খোলা রাখতে পারি না। কারণ খোলা রাখলে ধুলো দিয়ে আমরাসহ ছাত্র-ছাত্রীদের জামা কাপড় নষ্ট হওয়া ছাড়া ও শ্বাস-প্রস্বাসে ব্যাপক সমস্যা হচ্ছে সৃষ্টি হয়।

তাছাড়া স্কুল সংলগ্ন রাস্তাটি সবসময় ধুলোয় অন্ধকার থাকে। ধুলোর কারণে শিক্ষার্থীদের জামা-কাপড় নষ্ট হয়ে যায়। তাই শিক্ষার্থীরা বিদ্যালয়ে ঠিকমতো আসতে চাই না।
সরকারি বেগম নূরুন নাহার তর্কবাগিশ অর্নাস কলেজের অধ্যক্ষ আব্দুল মোত্তালেব বলেন, এ কলেজের বেশীর ভাগ শিক্ষার্থীরা সাইকেল ও পায়ে হেঁটে কলেজে আসে। কিন্তু কলেজের পাশের রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে ইটভাটায় মাটি পরিবহন করায় রাস্তাটি সবসময় থাকে ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে ছাত্র-ছাত্রীদের আহত হবার ঘটনা ও ঘটেছে।

কয়ড়া ভাগিনী মোড় এলাকার বাসিন্দা শাহীন বলেন, বর্ণ ও মামা ভাগ্নে ইট ভাটার ট্রাক গুলো প্রায় সময় মগের বাড়ী হতে ভাগিনী মোড়ের আগ প্রযন্ত রাস্তায় মুখোমুখি হয়ে যানজোট সৃষ্টি করে। তাছাড়া হঠাৎ পাকা রাস্তায় উঠে পড়ে। এ কারণে ভাগিনী মোড়ে অহরহ দুর্ঘটনা ঘটছে।
খামারগাঁতী এলাকার আব্দুল মমিন বলেন, খামারগাঁতী স্কুলের পাশে হঠাৎ (এলজিইডি) রাস্তার পাশে ‘তানিয়া’ নামে একটি ইটভাটা চলতি মৌসুমে চালু করে। ভাটার কাঁচামাল
হিসেবে কয়েকটি ট্রাক আবাদি জমি হতে
মাটি কেটে আনছে। এ কারণে সারা রাস্তা ধুলোয় আচ্ছন্ন থাকছে সারাক্ষণ। ট্রাক গুলোর দাপটে ঠিকমতো চলাচল করা যায় না রাস্তা দিয়ে।

কয়ড়া গ্রামের বাসিন্দা রায়গঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক রবিউল ইসলাম জানান,
চাকরির কারণে সবসময় মোটরসাইকেলে করে যাতায়াত করতে হয়। কিন্তু এলাকায় গড়ে ইট ভাটার ধুলোয় ঠিকমতো চলাচল করা যায় না। তারপরও দুর্ঘটনার আশঙ্কা তো আছেই।সাধারণ পথচারীদের কর্তৃপক্ষের নিকট দাবী তাদের নিরাপদ চলাচলের জন্য ইটভাটা গুলো অপসারণ করা হোক ।

এ ব্যাপারে ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. গোলাম হোসেন শোভন সরকার অতিরিক্ত ইটভাটা স্থাপনের কথা স্বীকার করে বলেন, রাস্তার ধুলোবালিতে পথচারীদের চলাচলে যাতে অসুবিধা না হয় সে জন্য মাঝে মাঝে পানি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ইটভাটা মালিকদের।

এ ব্যাপারে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ ইরতিজা আহসান
জানান,পথচারী কিংবা ছাত্রছাত্রীদের চলাচলে
অসুবিধার বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.