মাদার তেরেসা স্মৃতি পদক ২০১৯ পেলেন সুরুজ হক লিটন
আবির হোসাইন শাহিন নিজস্ব প্রতিবেদক :
গাইবান্ধার পলাশবারির পল্লী অগ্রগতির পরিচালক সুরুজ হক লিটন মাদার তেরেশা স্মৃতি ২০১৯- পদকে পুরস্কৃত হলেন। প্রফেসর অাখতার ইমাম অডিটোরিয়াম, প্রিয়প্রাঙ্গন-৩ সেগুনবাগিচা, ঢাকায় শুক্রবার “মহিয়শী নারী মাদার তেরেসার কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানে- সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা স্মৃতি পদক-২০১৯ লাভ করেন পলাশবাড়ী পল্লী অগ্রগতির নির্বাহী পরিচালক জনাব সুরুজ হক লিটন। তাকে পুরষ্কার তুলে দিচ্ছেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আপিল বিভাগের বিচারপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জমাব শামসুল হুদা এবং উক্ত অনুষ্ঠানের সভাপতি সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান জনাব মোশারফ হোসাইন।