সিরাজগঞ্জ

ব্যাগভর্তি ইয়াবা ফেলে পাচারকারীর দৌড়

নাফনদী-সংলগ্ন এলাকা ২০ হাজার ইয়াবা বড়িভর্তি একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে গেছে এক পাচারকারী। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করেন। রোববার ভোর চারটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আনোয়ার মৎস্য খামার-সংলগ্ন নাফনদী এলাকায় এ ঘটনা ঘটে।

নাফনদী-সংলগ্ন এলাকা থেকে ব্যাগভর্তি ইয়াবা বড়ি ফেলে দৌড়ে পালিয়ে যায় এক পাচারকারী। পরে ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে বিজিবি। টেকনাফ, কক্সবাজার, ৮ জুলাই।

টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে আনা হচ্ছে—এমন তথ্য পেয়ে আনোয়ার মৎস্য খামার-সংলগ্ন নাফনদীতে টহল জোরদার করা হয়। ভোর চারটার দিকে এক পাচারকারীর হাতে ব্যাগ নিয়ে নাফনদী থেকে আনোয়ার মৎস্য খামারের দিকে আসতে দেখে যায়। এ সময় বিজিবি সদস্যদের দেখে ওই পাচারকারী ইয়াবাভর্তি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে ইয়াবা বড়িগুলো ধ্বংস করা হবে বলেও জানান তিনি।