টান টান উত্তেজনা ফাইনাল ম্যাচ গড়ালো সুপার ওভারে
আবির হোসাইন শাহিন :
টান টান উত্তেজনা ফাইনাল ম্যাচ গড়াল সুপার ওভারে।বিশকাপের ইতিহাসের এমন টান টান উত্তেজনা ফাইনাল খেলা হয়নি আর কখনই। সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত শিরোপার দেখা পেল ইংল্যান্ড। এর আগে তিনবার ফাইনাল খেলেও ট্রফিতে চুমু খাওয়া হয়নি ইংল্যান্ডের।
অন্যদিকে বিশ্বকাপের গত আসরে ঘরের মাঠে হওয়া টুর্নামেন্টের ফাইনাল খেলেও, চ্যাম্পিয়ন হতে পারেনি নিউজিল্যান্ড। তাই লর্ডসের ফাইনালে জয়ী হতো যারা, তারাই পেতো প্রথমবারের মতো বিশ্বসেরা হওয়ার গৌরব। এ লক্ষ্য মাথায় নিয়ে খেলতে নেমে অল্প পুঁজি নিয়েও দারুণ লড়েছে নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে ৬ বার ৩০০+ রান করা ইংলিশদের মাত্র ২৪১ রানের সংগ্রহ দাঁড় করিয়ে কাঁপিয়ে দিয়েছে কেন উইলিয়ামসনের দল। তবে শেষ পর্যন্ত মূল ম্যাচে জেতেনি কোনো দল। শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রান। ট্রেন্ট বোল্টের করা সে ওভার থেকে ১৪ রান নিতে পারেন বেন স্টোকস।
যে কারণে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো টাই হয় ফাইনাল ম্যাচ এবং শিরোপা নির্ধারণের জন্য ম্যাচ নেয়া হয়েছে সুপার ওভারে। সুপার ওভারে ইংল্যান্ড ১ ওভারে ১৫ রান সংগ্রহ করে সে হিসাবে নিউজিল্যান্ড এর লক্ষ্য দাড়ায় ১ ওভারে ১৬ রান। প্রথম ৫ বলে ১৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড বাকি এক বলে রান দরকার হয় ২ কিন্তু লাস্ট বলে ২ রান নিতে গিয়ে রান আউট হন এবং প্রথমবারের মত শিরোপার দেখা পান ইংল্যান্ড।