কামারখন্দ

কামারখন্দে এনডিপি’র আয়োজনে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

খাইরুল ইসলাম (কামারখন্দ প্রতিনিধি)   : 

“জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি” স্লোগান নিয়ে শুক্রবার (৬ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে কামারখন্দ উপজেলার মিনি অডিটোরিয়ামে কামারখন্দে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের  সভাপতিত্বে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়ের তত্ত্বাবধান  ও সহযোগিতায় ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং এনডিপি’র আয়োজনে  এ মেলা অনুষ্ঠিত হয়।  
 এ মেলায়  প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ ,উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, উপজেলার একাডেমিক সুপারভাইজার আনন্দ কুমার মন্ডল,এনডিপির প্রোগ্রাম অফিসার ফজল খান এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাথীরা উপস্থিত ছিলেন। 
জানা যায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় (৬-৭ ডিসেম্বর) দুই দিন ব্যাপী ১৫ টি স্কুল প্রতিষ্ঠান এ মেলায় অংশ গ্রহণ করেছেন।