সিরাজগঞ্জে লিমন চিপস ফ্যাক্টরিকে জরিমানা
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
শিশুখাদ্যের অন্যতম প্রধান সামগ্রী হচ্ছে চিপস। আর সেই চিপস তৈরি হচ্ছে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ইউরিয়া,ডাইং এর রং ও ফিটকিরি দিয়ে। অসাধু ব্যবসায়ীরা সামান্য কিছু লাভের আসায় লোভের বশবর্তী হয়ে শিশুদের আকর্ষণের জন্য চিপসকে ধবধবে সাদা ও মুচমুচে করতে ইউরিয়া ও ফিটকিরি মিশিয়ে থাকেন। সিরাজগঞ্জ সদরের ফকিরতলার লিমন ফ্যাক্টরিতে এমন চিত্র উঠে আসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। উক্ত ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে এই দন্ডাদেশ দিয়েছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের ফকিরতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর রং,ইউরিয়া ও ফিটকিরি মিশিয়ে চিপস উৎপাদন ও প্রক্রিয়াকরণ দেখতে পান আদালত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইউরিয়া,কাপড়ের রং ও ফিটকিরি মিশিয়ে চিপস তৈরী, পরিবেশের ছাড়পত্র না থাকা, ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকা, কলখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সনদপত্র না থাকার অপরাধে লিমন চিপস ম্যানেজার মোঃ হোসেন এর নামে মামলা দিয়ে ১০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করেন ভ্রাম্যমাণ আদালত । ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় এ দন্ডাদেশ দিয়েছেন আদালত। উক্ত অভিযানে সহযোগিতা করেন পেশকার মিলন সরকার ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।