চৌহালীতে সৌহার্দ্য সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশেষ প্রতিনিধি চৌহালী সিরাজগঞ্জঃ

আজ ১৮সেপ্টেম্বর উপজেলা সম্মেলন কক্ষে চৌহালী উপজেলার ০৬টি ইউনিয়নের ৩৪টি গ্রামে ইউএসএইড অর্থায়নে, কেয়ার বাংলাদেশের কারিগরি স-৩ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। বাস্তবায়ন করেছে ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম-এনডিপি। ০৬টি ইউনিয়নের মোট ৭৮২১টি হত-দরিদ্র পরিবারকে এ প্রকল্পের আওতায় আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান, গর্ভবতী ও প্রসূতি মায়ের স্বাস্থ্য খাদ্য প্রদান, দুর্যোগ এবং জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা নারী ও কিশোরীর ক্ষমতায়ন, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য সরকারি সেবাসমূহ গ্রহণের সুযোগ ও সুবিধা বৃদ্ধিকরণ এ প্রকল্পের মূল উদ্দেশ্য। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের চর এবং হাওর এলাকায় বসবাসরত বিপদাপন্ন জনগোষ্ঠীর জেন্ডার সমতা ভিত্তিক নিরাপত্তা সুনিশ্চিতকরণ। অনুষ্ঠান উপদেষ্টা মোঃ ফারুক হোসেন চেয়ারম্যান চৌহালী উপজেলা পরিষদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোল্লা বাবুল আক্তার ভাইস চেয়ারম্যান চৌহালী উপজেলা পরিষদ, মোঃ আবু নজির মিয়া সভাপতি ভারপ্রাপ্ত উপজেলা আওয়ামী লীগ চৌহালী। মোঃ রাশেদুল ইসলাম বিশ্বাস অফিসার ইনচার্জ ওসি চৌহালী থানা। মোঃ রমজান আলী সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান ঘোরজান ইউপি। মোঃ নজরুল ইসলাম চেয়ারম্যান স্থল ইউপি। মোহাম্মদ কাহার সিদ্দিকী চেয়ারম্যান বাঘুটিয়া ইউপি। মোঃ মনিরুজ্জামান শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত চৌহালী উপজেলা সহ সৌহার্দ্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

বিশেষ অতিথি মোল্লা বাবুল আক্তর মূল্যবান গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে থাকেন। চেয়ারম্যান কাহার সিদ্দিকী বক্তব্যে বলেন, চৌহালী উপজেলায় ৬টি ইউনিয়ন প্রায় সব জায়গায় হতদরিদ্র পরিবার আছে সেগুলো আপনার চিহ্নিত করে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। পরিশেষে উপদেষ্টা মোঃ ফারুক সরকার সমাপনী বক্তব্যের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.