সিরাজগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি-র্যালিতে জনতার স্রোত
রেজাউল করিম,সিরাজগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১২টায় শহরের ইসলামিয়া কলেজ মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। র্যালিতে ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর।
র্যালিতে জেলা ও উপজেলা যুবদলের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীদের উপস্থিতিতে শহরজুড়ে সৃষ্টি হয় জনতার স্রোত ও উৎসবমুখর পরিবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে।
বিএনপির গৌরবোজ্জ্বল ইতিহাসে যুবদল সবসময়ই আন্দোলনের সম্মুখসারিতে থেকেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, যুবদল আজ শহর থেকে গ্রাম পর্যন্ত গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। এই সংগঠনই আগামী দিনে দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবে। এ সময় সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদসহ জেলা, উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
