সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

স্টাফ রিপোর্টার:

সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলার কোথাও কোন অপ্রীতিকরের তথ্য পাওয়া যায়নি। এই নির্বাচনে কোন
প্রতিদ্বন্দ্বি না থাকায় টানা দ্বিতীয়বারের মতো সিরাজগঞ্জ জেলা পরিষদ
চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী
আব্দুল লতিফ বিশ্বাস।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।এতে ইলেক্ট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়েছেন ১১৯১ জন ভোটার।
জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়,
সিরাজগঞ্জের নয়টি ভোটকেন্দ্রে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত
হয়েছে। ৯টি কেন্দ্রর ১৮টি বুথে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১১৯১ জন ভোটার। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস, ১নং ওয়ার্ডের (কাজিপুর অঞ্চল) সদস্য পদে আওয়ামীলীগ নেতা মোসলেম উদ্দিন ও ৬নং ওয়ার্ডের (উল্লাপাড়া অঞ্চল) আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী হয়েছেন। এই নির্বাচনে সাধারণ সদস্য পদে ৩৮ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।
সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে বিজয়ী যারা, ১নং ওয়ার্ডের (কাজিপুর অঞ্চল) সদস্য হিসেবে আওয়ামীলীগ নেতা মোসলেম উদ্দিন বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী হয়েছেন। ২নং ওয়ার্ডে (সিরাজগঞ্জ সদর অঞ্চল) সাধারণ সদস্য পদে ৭ জন প্রার্থী
প্রতিদ্বন্ধীতা করেন। এ ওয়ার্ডে ১৫২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। একরামুল হক (প্রতীক টিউবওয়েল) ৭৫ ভোট পেয়ে ২নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতি প্রতিদ্বন্ধী প্রার্থী ছিলেন, মো: মিজুনুর রহমান (প্রতীক উট
পাখী)। তিনি পেয়েছেন ৫১ ভোট।
৩নং ওয়ার্ডে (কামারখন্দ-উল্লাপাড়া অঞ্চল) সাধারণ সদস্য পদে ৫জন প্রার্থী
প্রতিদ্বন্ধীতা করেন। কামারখন্দ উপজেলার চারটি ও উল্লাপাড়া উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে গঠিত এ ওয়ার্ডে মোট ভোটার ১০৬ ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ
সদস্য পদে ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম খান (প্রতীক
বিদ্যুতিক পাখা)। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন, কামরুল হাসান আমিনুল
(প্রতীক হাতী)। তিনি পেয়েছেন ৩৯ ভোট।
৪নং ওয়ার্ড (রায়গঞ্জ অঞ্চল) সদস্য পদে মো: গোলাম হোসেন সুমন সরকার
(প্রতীক বৈদ্যুতিক পাখা) ৭৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার
নিকটতম প্রতিদ্বন্দী গোলাম মোস্তফা (প্রতীক তালা)। তিনি পেয়েছেন ৪২ ভোট।
এই ওয়ার্ডে ১৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। ৫নং ওয়ার্ড (তাড়াশ অঞ্চল) সদস্য পদে মো: শরিফুল ইসলাম তাজফুল (প্রতীক উট পাখি) ৫৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সেরাজ সরকার (প্রতীক টিউবওয়েল) পেয়েছেন ৪০ ভোট। এই ওয়ার্ডে ১০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬নং ওয়ার্ডের (উল্লাপাড়া অঞ্চল) উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী হয়েছে। ৭নং ওয়ার্ডের (শাহজাদপুর অঞ্চল) সদস্য পদে ৭৭ ভোট পেয়ে  বিজয়ী হয়েছেন শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আব্দুর রহিম (প্রতীক তালা মার্কা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসেন নয়ন (অটোরিক্সা) পেয়েছেন ৪৬ ভোট। এ ওয়ার্ডে ১৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সদস্য পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। ৮নং ওয়ার্ডের (বেলকুচি অঞ্চল) সাধারণ সদস্য পদে আল আমিন (প্রতীক উট পাখি) ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহজাহান আলী প্রামাণিক অটোরিক্সা ৪২ ভোট পেয়েছেন। এ ওয়ার্ডে ১২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। ৯নং ওয়ার্ডের (চৌহালী অঞ্চল) উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক  মাসুদ রানা (প্রতীক তালা) ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদুল হাসান সিরাজ অটোরিক্সা ৩০ ভোট পেয়েছেন। এ ওয়ার্ডে ১২০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে বিজয়ী হলেন যারা : ১নং ওয়ার্ডের (কাজিপুর, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ অঞ্চল) তিনটি ভোট কেন্দ্রে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মোছা. জুঁই পারভীন (প্রতীক ফুটবল) ১৮১ ভোট পেয়ে ১নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, কাজী সেলিনা পারভীন (প্রতীক
দোয়াত কলম)। তিনি পেয়েছেন ১০৭ ভোট। ২নং ওয়ার্ডের (উল্লাপাড়া, তাড়াশ ও রায়গঞ্জ অঞ্চল) তিনটি ভোট কেন্দ্রে
সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। কামরুন্নাহার আলো (প্রতীক ফুটবল) ১৮৮ ভোট পেয়ে ২নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, মোছা: পরী খাতুন (প্রতীক হরিণ)। তিনি পেয়েছেন ১৫৯ ভোট। ৩নং ওয়ার্ডের (বেলকুচি, শাহদাপুর ও চৌহালী অঞ্চল) তিনটি ভোট কেন্দ্রে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নারগীস খাতুন (প্রতীক টেবিল ঘড়ি) ১০৭ ভোট পেয়ে ৩নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতি প্রতিদ্বন্দ্বী প্রার্থী লাবনী খাতুন (প্রতীক মাইক) ১০৩ পেয়েছেন।এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. ফারুক আহাম্মদ জানান, আমাদের এখানে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচন চলাকালে জেলার কোন কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। শান্তিপূর্ণ ভাবে ভোট শেষ হয়েছে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.