র্যাব এর যৌথ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাশিদাকে ধামরাই থেকে গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
১। গত ০৩ অক্টোবর ২০১২ খ্রিঃ তারিখে মোছাঃ আরজিনা বেগম, স্বামী-মোঃ মোকাদ্দেস সরকার, সাং-ঝাঐল, থানা- কামারখন্দ, জেলা- সিরাজগঞ্জ একই জেলার সদর থানাধীন বাঐপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে তার ৩য় শ্রেণী পড়ুয়া শিশু সন্তান আরমান শেখ (১০) কে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রেখে মুক্তিপন দাবী করা হচ্ছে মর্মে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন, উক্ত মামলার এজাহারে ভিকটিমের মা দাবী করেন যে, তার সন্তান আরমান শেখ (১০) মামার বাড়ীতে থেকে লেখাপড়া করছে। অপহরণের পর থেকেই বিভিন্ন মাধ্যমে মুক্তিপন দাবী করা হচ্ছিল এবং বাদীর তার সামর্থ অনুযায়ী ৫/৪ হাজার করে কয়েকবার অপহরণকারীদের নিকট টাকা পাঠায় বলেও এজাহারে উল্লেখ রয়েছে। এমতাবস্থায়, ০১ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ উক্ত মামলায় অভিযুক্ত রাশিদা বেগমকে দোষী সাব্যস্ত করে এবং যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করে। রায় হওয়ার পর থেকেই উক্ত মামলার আসামি রাশিদা বেগম দেশেরে বিভিন্ন প্রান্তে পরিচয় বদলে আত্মগোপনে থাকেন বলে তথ্য নিশ্চিত হওয়া গেছে।
২। এরই ধারাবাহিকতায় ইন্ট উইং, র্যাব হেডকোয়ার্টার্স, ঢাকা এর সহযোগিতায় এবং র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ ও র্যাব-৪, সিপিসি-২, সাভার এর যৌথ অভিযানে গত ০৮ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ১৫.০০ ঘটিকায় ‘‘ঢাকা জেলার ধামরাই থানাধীন জয়পুরা এলাকা হতে’’ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোছাঃ রাশিদা বেগম, স্বামী-আলী আকবর, সাং পশ্চিম বাঐতারা, থানাঃ সদর, জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার করা হয়।
৩। গ্রেফতারকৃত আসামি ১। মোছাঃ রাশিদা বেগম, স্বামী-আলী আকবর, সাং পশ্চিম বাঐতারা, থানাঃ সদর, জেলা- সিরাজগঞ্জ।
৪। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত…….
মোঃ উসমান গণি
সিনিঃ সহঃ পুলিশ সুপার
অপস্ অফিসার
র্যাব-১২, সিরাজগঞ্জ।