রায়গঞ্জ/সলঙ্গা

ভুইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিজয় দিবস পালন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৬ ই ডিসেম্বর ৫৩ তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। 

সোমবার সকালে ভুইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক/শিক্ষিকাসহ শিক্ষার্থীদের নিয়ে এক বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল ক্যাম্পাসে এসে শহীদ মিনারে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

পুষ্প অর্পণ শেষে ভুইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মনিরুজ্জামান (মনির) এর সভাপতিত্বে শহীদের আত্মার মাগফিরাতে দোয়া মাহফিল, আলোচনা সভা, প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।