বেলকুচি

বেলকুচি মডেল ডিগ্রি কলেজ নিয়ে প্রকাশিত নিউজের প্রতিবাদ

“আমি মোঃ শামিম হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলকুচি মডেল ডিগ্রি কলেজ, এবছর আমার কলেজে ৫৭ জন পাশ করেছে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ তিন শিক্ষকের দুই শিক্ষার্থী ফেল, ২৫ বছরের সাফল্য শেষ ” কথাগুলো মিথ্যা ও বিভ্রান্তকর এর মধ্যে ষড়যন্ত্রকারীদের উসকানি আছে, এই উক্তির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দুই ছাত্রছাত্রীর মধ্যে একজন কোনদিন ক্লাসে আসেনি আর একজন ভর্তিরপর বিয়ে হয়েছে, সে গত দুই বছরে ৫/৬ দিন ক্লাস করেছে এরা বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রী। এরা ছাড়া কারিগরি বিভাগের বাণিজ্য শাখায় পাশ করেছে ১৭ জন ছাত্র। কলেজে মোট পাশ করেছে ৭৪ জন। ১ম বর্ষ বিএমটির রেজাল্ট হয়নি, আশা করছি এখানেও ২য় বর্ষের মত ৪০/৪২% পাশ করবে।

সারা বাংলাদেশে ২০২ কলেজে একজনও পাশ করেনি, সিরাজগঞ্জ জেলায় ৭ কলেজে একজনও পাশ করেনি অথচ ঐ কলেজ গুলো নিয়ে কোন ফেসবুকে বা অনলাইনে লেখালেখি কেউ করেনি। ঐ সমস্ত কলেজে কোন ষড়যন্ত্রকারী নেই, যে ব্যাক্তিরা বেলকুচি মডেল কলেজ নিয়ে মিথ্যাচার করছে তাদের ভিন্ন কোন উদ্দেশ্য আছে, যারা এই কলেজ নিয়ে মিথ্যাচার করছে তাদের অনুরোধ করবো কলেজের লেখাপড়া উন্নয়ন করতে যদি আপনাদের সুপরামর্শ থাকে সেটা কাজে লাগাবেন। এবার যে হারে পাশ করেছে, আজ থেকে ১৭ বছর আগে এভাবেই পাশের হার থাকতো, গত ১৭ বছরে ফুলিয়ে ফাঁপিয়ে বেশি মার্ক দিয়ে পাশের হার বেশি করা তখনকার শিক্ষামন্ত্রীর নির্দেশ ছিল। এখন ঐ কালচার নেই, এখন বই কিনে, ক্লাস করে, টেষ্ট পরীক্ষায় পাশ করতে হবে, না পড়া, ক্লাসে না আসা, পাঠ্যক্রম সৃজনশীল থাকা এগুলো যতদিন থাকবে ততদিন এই সমস্যা থাকবে। এখন আমরা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সামনে আরো ভালো রেজাল্ট হবে, পিতামাতাদের অনুরোধ করবো সন্তানদের বই কিনে দিন, ড্রেস বানিয়ে দিবেন, কলেজে পাঠাবেন, কলেজে খোজ নিবেন আপনার সন্তানেরা কলেজে আসে কিনা সরাসরি দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষের সাথে কথা বলবেন সুপরামর্শ থাকলে দিবেন। রেজাল্ট ভবিষ্যতে আরও ভালো হবে, আমি দায়িত্ব নেওয়ার পূর্বে তখন কলেজে বিশৃঙ্খলা পরিবেশ ছিল, অধ্যক্ষ একেক সময় এক একজন নিজেকে অধ্যক্ষ পরিচয় দিয়ে কলেজে চর দখলের মত ছিল। সেই বিশৃঙ্খলা পরিবেশ থেকে এখন শৃঙ্খল পরিবেশ হয়েছে। কলেজ এখন সিসি ক্যামেরায় আওয়াভুক্ত। এখানে এখন সুন্দর পরিবেশ বিরাজ করছে। আমরা সকলে দক্ষ শিক্ষকের পেশায় নিয়োজিত এখানে আমার সাথে সকল শিক্ষক সহযোগীতা করছে। এখানে কোন সমস্যা নেই। তবে এবছর শুধু আমাদের কলেজ নয় বাংলাদেশের সকল কলেজেই রেজাল্ট খারাপ হয়েছে।

ছাত্র ছাত্রী এখন বুঝতে পারছে যে লেখাপড়া না করলে ভাল রেজাল্ট সম্ভব না, কারন নকল আর অটোপাশের কাল শেষ হয়ে গেছে, সারা বাংলাদেশের রেজাল্ট খারাপ হওয়ার কারনে ছাত্র ছাত্রী এখন সচেতন হয়েছে তারা এখন কলেজে ক্লাস করা শুরু করেছে, আর এভাবে ক্লাস করলে ছাত্র ছাত্রী সামনে ভালো রেজাল্ট ও পাশের হার বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ, তবে এই কলেজ নিয়ে যে নিউজ টা হয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই —-মোঃ শামীম হোসেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বেলকুচি মডেল ডিগ্রি কলেজ।