তাড়াশে শীতার্ত মানুষের মাঝে শুভসংঘের কম্বল বিতরণ
লুৎফর রহমান:
এতিম বলে অনেকেই অবহেলা করেন। মাদ্রাসার ভাঙ্গা টিনের ঘরে মেঝেতে শুয়ে জারে (শীতে) ভীষণ কষ্ট করতে হয়। কম্বল পেয়ে আজ আমরা একটু হলেও ওমে (গরমে) ঘুমাতে পারবো। আল্লাহপাক আপনাদের ভালো করুন। বেগমপুর কবরস্থানস্থান হাফিজিয়া মাদ্রাসার হানজেলা (৯),এবাদ আলী (১১), মোশারফ (১২) সহ ১৩ জন এতিম শিশু বসুন্ধরা গ্রæপের কম্বল পেয়ে এভাবেই তাদের অভিমত ব্যক্ত করে।
গতকাল বৃহস্পতিবার বসুন্ধরা গ্রæপের সহায়তায় এবং কালেরকণ্ঠ শুভসংঘের আয়োজনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাঁশহাটা মাঠে শীতার্ত ২০০ অসহায় দরিদ্র মানুষের মাঝে এদিন কম্বল কিতরণ করা হয়।
দুপুর ১টা থেকেই শুভসংঘের কম্বলের কুপন হাতে আদিবাসী, হরিজন সম্প্রদায়সহ সংবাদপত্র হকার, রিকশা-ভ্যান চালক,ভিক্ষুক,গৃহকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার শীতার্ত মানুষ এসে জড়ো হতে থাকে তাড়াশ বাঁশবাজার মাঠের সবুজ চত্বরে। কুপনের বিনিময়ে শুভসংঘের বন্ধুরা তাদের হাতে কম্বল তুলে দেন।
কালের কণ্ঠ শুভসংঘ তাড়াশ উপজেলা শাখা সভাপতি তপন গোস্বামীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের তাড়াশ-রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সনাতন দাশ, প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল , মিলু সরকার ,লুৎফর রহমান,সামিউল শামীম প্রমুখ।
কম্বল পাওয়ার পর এসব দরিদ্র মানুষ এ ধরনের মহতী উদ্যোগকে স্বাগত জানান। বসুন্ধরার কল্যাণকর কাজের ব্যাপক প্রশংসা করেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন কম্বলপ্রাপ্ত শীতার্ত মানুষেরা।