তাড়াশ

তাড়াশে আট মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি

 

লুৎফর রহমান, তাড়াশঃ

সিরাজগঞ্জের তাড়াশে গত আট মাসে বিভিন্ন এলাকার ২৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বারবার টাকা খরচ করে ট্রান্সফরমার কিনতে গিয়ে অসংখ্য গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয় থানা অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

পল্লী বিদ্যুৎ তাড়াশ জোনাল অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়ন থেকে এ বছরে জানুয়ারি মাস থেকে আগস্ট মাস পর্যন্ত ২১টি ট্রান্সফরমার চুরি হয়েছে। নতুন করে গত নয় সেপ্টেম্বর রাতে ৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে। যার মূল্য প্রায় দুই লাখ ৭৭ হাজার ৫৫ টাকা।

এ প্রসঙ্গে ভুক্তভোগী সোলায়মান, আবু সাইদ মোল্লা, আ: রশিদ, সুলতানসহ আরো অনেকেই বলেন, আমাদের এলাকায় ট্রান্সফরমার চুরি হওয়ার ভয়ে শিকল দিয়ে খুঁটির সঙ্গে আটকে রেখেছিলাম। তবুও চুরি হওয়া থেকে রক্ষা করতে পারিনি। এখন আমরা অর্ধ শতাধিক পরিবার অন্ধকারে বসবাস করছি। আর নতুন করে ট্রান্সফরমার আনার ভর্তুকির টাকাও যোগাতে পারবে না অনেক পরিবার। আমাদের এখানে সবাই কৃষক, ভ্যান চালক, দিনমজুর। আমার এখন বড়ো আতঙ্কে আছি। তবে রাতের বেলা পুলিশের টহল জোরদার করলে চুরির ঘটনা ঠেকানো সম্ভব।

এ বিষয় পল্লী বিদ্যুৎ সমিতির (তাড়াশ জোনাল অফিস) ডিজিএম মুহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, এ বছরে আমাদের কার্যালয়ের আওতায় ২৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে। মামলা দিচ্ছি, কিন্তু এখনও চোর ধরা পড়েনি। চুরি ঠেকাতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে লিখিতভাবে অবহিত করেছি। জনসচেতনতা বাড়াতে এলাকায় মাইকিং করেছি। এছাড়াও গ্রাহকদের বলছি আপনারা একটু সজাগ থাকুন। এরপরও চুরির ঘটনা ঘটছে।

তাড়াশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনার তদন্ত এবং এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।