তাড়াশে ১০ম গ্রেড ও ৯ম গ্রেডে বেতনের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

লুৎফর রহমান, তাড়াশ:

শতভাগ বিভাগীয় পদোন্নতিকসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতনের দাবীতে সিরাজগঞ্জের তাড়াশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার চত্বরে তাড়াশ উপজেলা বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এ সময় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, দোবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লাহ ইউসুফ, পৌষার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন খোকন চৌড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল করিম।

মাদারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ফাতেমা খাতুন বলেন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের জীবনমান উন্নত ও মর্যাদাসম্পন্ন করতে দশম গ্রেড বাস্তবায়নে বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরেন। প্রাথমিক শিক্ষকগণ অন্য দেশের চেয়ে বেতন ভাতা কম পান। কিন্তু পরিশ্রম করেন বেশি। একুশ শতকে বিশ্ব শিক্ষার বিশ্বায়নে কাজ করছেন এবং এগিয়ে যাচ্ছেন। অথচ আমাদের দেশে শিক্ষক দের অবহেলতি রেখে শিক্ষা ব্যবস্থার উন্নতি চাওয়াটা বোকামি। আর শিক্ষকদের ৯ম ও ১০ম গ্রেডের দাবী যৌক্তিক। পাশাপাশি অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান।

উপজেলার নলুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক বলেন, ‘দশম গ্রেড শুধু আমাদের দাবিই নয়, এটি আমাদের ন্যায্য ও যৌক্তিক অধিকার। এর কারণ একজন নার্স এবং উপসহকারী কৃষি কর্মকর্তা চার বছর মেয়াদি ডিপ্লোমার পর নিয়োগ পেয়ে (এইচএসচি সমমান) বেতন পায় দশম গ্রেডে। শুধু তাই নয়, একজন ইউনিয়ন পরিষদের সচিব, পুলিশের উপপরিদর্শকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারাও স্নাতক সমমান যোগ্যতায় নিয়োগ পেয়ে বেতন পায় নবম-দশম গ্রেডে।

তাহলে সমযোগ্যতা হওয়া সত্ত্বেও আমাদের সঙ্গে এই বৈষম্য কেন?’ কহিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক জেসমিন আক্তার মুক্তা বলেন, ‘স্নাতক সম্পন্ন করে একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেতন পান ১৩তম গ্রেডে। অথচ অষ্টম শ্রেণি পাস করা একজন সরকারি গাড়িচালক বেতন পান ১২তম গ্রেডে। মানে একজন শিক্ষকের চেয়ে গাড়ি চালকের পদমর্যাদা বেশি।

ওয়াশিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসেম বলেন, ‘বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে একজন সহকারী শিক্ষকের ১৩তম গ্রেডে বেতন-ভাতা দিয়ে জীবন চালানো খুবই কঠিন। অনেক শিক্ষকের মাসের পর মাস ধারদেনা করে চলতে হয়। অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দাবি, উনি যেন আমাদের যৌক্তিক দাবিটি মেনে নেওয়ার অনুরোধ করছি।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.