সিরাজগঞ্জ

কালিয়াহরিপুর ইউপি’তে নিম্ন আয়ের মানুষের মাঝে জি, আর এর চাল বিতরণ।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

করোনা ভাইরাসের কারনে প্রধান মন্ত্রীর নির্দেশ অনুযায়ী  সিরাজগঞ্জ  সদর উপজেলার ৯নং কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদে   সরকারের দেয়া জি,আর  এর ১০কেজি করে  চাউল নিম্ন আয়ের মানুষ  দিনমুজুর, চা-দোকানদার, রিক্স-ভ্যানচালক,তাঁত শ্রমিক সহ অন্যান্য শ্রমিকদের মাঝে   বিতরণ করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল)   অত্র ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২ দিন ব্যাপী ৩৮০ জন নিম্ন আয়ের মানুষদেরকে  মুখে মাস্ক ব্যবহারিত সবাইকে  সাবান দিয়ে  হাত ধুয়ে   সামাজিক দুরত্ব  রেখে শারিরীক নিরাপত্তা দিয়ে দূরে দূরে  ১ জন করে চেয়ারে বসিয়ে  জনপ্রতি ১০কেজি করে চাউল বিতরণ করেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সবুর সেখ।