কাজিপুরের বীর মুক্তিযোদ্ধাদের “যুদ্ধস্মৃতি” নিজস্ব অর্থায়নে সংরক্ষণের ঘোষণা দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান
নিজস্ব প্রতিবেদকঃ
কাজিপুরের বীর মুক্তিযোদ্ধাদের “যুদ্ধস্মৃতি” নিজস্ব অর্থায়নে সংরক্ষণ করার ঘোষণা দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। ১৪ নভেম্বর বরইতলা যুদ্ধে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।
রোববার কাজিপুরের সিমান্তবাজার ঐতিহাসিক মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ- বাংলাদেশ এক সুতায় গাঁথা। মুক্তিযোদ্ধারা আমাদের গৌরব, পথপ্রদর্শক, দেশ প্রেমের অনন্য উদাহরণ। সময়ের সাথে সাথে বীর মুক্তিযোদ্ধারা প্রকৃতির নিয়ম অনুযায়ী মৃত্যু বরণ করছেন, হয়ত এক সময় শুণ্য সংখ্যায় চলে আসবে, তাই আমি এই মহান ব্যক্তিদের যুদ্ধস্মৃতি নিজস্ব অর্থায়নে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করতে চাই। প্রয়োজনে কাজিপুরের বীর মুক্তিযোদ্ধারা যে সব রণাঙ্গনে যুদ্ধ করেছেন সে সব স্থানে গিয়ে স্মৃতি সংরক্ষণ করা হবে। এ সময় তিনি কাজিপুরের বীর মুক্তিযোদ্ধাদের এ কাজে সহায়তা করার আহ্বান জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, উপজেলা সহকারী কমিশনার ভূমি এবিএম আরিফুল ইসলাম।
স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন প্রমূখ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমানসহ স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ।
কাজিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শিবন চাকলাদার, সহ-সভাপতি সরোয়ারদী হোসেন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খানসহ বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিপ্লব, সাইদুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক সহীদ সারোয়ার, সহ প্রচার সম্পাদক শওকত আকবরসহ আওয়ামী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।