উল্লাপাড়ায় নির্বাচনী অফিস ভাংচুর, ১৫ জন নেতা-কর্মীকে কুপিয়ে জখম
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আলামিন সরকার এর নির্বাচনী অফিস ভাংচুর এবং ১৫ জন নেতা-কর্মীকে হত্যার উদ্দেশ্যে কোপানোর অভিযোগ উঠেছে ।
জানা যায় উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পুকুরপাড় গ্রামে স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আলামিন সরকার ওই ওয়ার্ডে তার নির্বাচনী প্রচার অফিস করে ।
রবিবার বেলা ১২ টার দিকে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল প্রায় ১৫-২০ জন নেতা-কর্মী সমর্থকদের নিয়ে ওই নির্বচনী অফিসে এসে উপস্থিত হন । এ সময় এক দল সন্ত্রাসীরা এসে অতর্কিত ভাবে আলামিনের নির্বাচনী অফিস ভাংচুর ও ১৫ জন নেতা-কর্মীকে দা দিয়ে কুপিয়ে জখম করে । এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকা জনক । তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করছেন ।
এ বিষয়ে স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আলামিন সরকার জানান সন্ত্রসীরা হত্যার উদ্দেশ্যে তার নেতা-কর্মীদের দা দিয়ে কোপানো হয়েছে । এ সন্ত্রাসী কর্মকান্ডের তিব্রো নিন্দা জানাই । নির্বাচন সন্ত্রাস মুক্ত, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন চাই । নির্বাচনে প্রতিযোগীতা থাকবে তবে প্রতিহিংসা থাকবে না । প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার প্রার্থনা করেন তিনি ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির জানান বিষয়টি শুনেছি, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।