কাজিপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে পল্লী চিকিৎসক তুহিনকে গণপিটুনি দিলো জনতা!!
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের কাজিপুরে “দি পপুলার হেলথ্ কেয়ার এন্ড ফার্মেসী’র চিকিৎসক তুহিন মাহমুদকে ধর্ষণ চেষ্টার সময় হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। বুধবার (১৯’জুলাই) বিকেল সাড়ে ৩’টার দিকে উপজেলার গান্ধাইল ইউনিয়নের সিমান্তবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত চিকিৎসক তুহিন মাহমুদ গান্ধাইল ইউনিয়নের ৫’নং ওয়ার্ডের আকন্দপাড়া এলাকার বাসিন্দা আলা শেখের পুত্র। এ ঘটনায় বাজার এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
সরজমিন গিয়ে উপস্থিত জনতা ও একাধিক ব্যবসায়ি সূত্রে জানা যায়, বুধবার বিকেলে চিকিৎসার উদ্দেশ্য দি পপুলার হেলথ্ কেয়ার এন্ড ফার্মেসীতে চিকিৎসক তুহিনের নিকট যান পার্শ্ববর্তী দুবলাই গ্রামের কাঁঠমিস্ত্রি মঞ্জুর স্ত্রী। ড্রেসিং করার জন্য ভিতরের কক্ষে রোগীকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় তুহিন। এসময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ভুক্তভোগীকে উদ্ধার করে উপস্থিত জনতা তুহিনকে আটক করে গণপিটুনি দেয়। বিষয়টি মিমাংসার কথা বলে গান্ধাইল গ্রামের মুরব্বি ও অভিযুক্ত তুহিনের আত্মীয় বক্কার জনতার হাত থেকে তুহিনকে উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়রা আরও জানান, ঘটনার পরপরই অভিযুক্ত তুহিনের কথিত আত্মীয় বক্কার বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগীর পরিবারকে নানাবিধ হুমকি ও ভয়ভীতি দেখিয়ে বিষয়টি মিমাংসা করতে বাধ্য করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দারা আরও জানায়, অভিযুক্ত তুহিন ইতিপূর্বেও মেয়ে সহ হাতেনাতে জনতার হাতে আটক হয়েছিল। সেবামূলক প্রতিষ্ঠান নামে বারবার এ ধরনের ঘটনায় এ এলাকার সেবাগ্রহীতারদের মাঝে ভীতির সৃষ্টি হয়েছে।
এবিষয়ে ভুক্তভোগীর স্বামী মঞ্জুু জানান, ঘটনার পরপরই তুহিনের আত্মীয়-স্বজনসহ স্থানীয় মুরব্বিরা বিষয়টি মিমাংসা করে দিয়েছে।
এবিষয়ে অভিযুক্ত তুহিনের সাথে মোবাইলে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
কাজিপুর থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ জানান, এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া করা হবে।