সিরাজগঞ্জ জেলায় সেইপ’ র  দক্ষতা উন্নয়ন  ও জেন্ডার সেন্সিটাইজেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

 

সিরাজগঞ্জে  সেইপ’র  দক্ষতা উন্নয়ন  ও জেন্ডার সেন্সিটাইজেশন বিষয়ক কর্মশালা  এবং  স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্ট প্রোগ্রাম (এসইআইপি) এবং সামাজিক প্রচারণামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  জেলা প্রশাসন ও SEIP প্রকল্প, অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে

বুধবার (১৯ জুলাই) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত কর্মশালার  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  অর্থ মন্ত্রণালয় অর্থবিভাগের SEIP প্রকল্পের নির্বাহী প্রকল্প  পরিচালক ফাতেমা রহিম ভীনা এবং সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, অর্থ মন্ত্রণালয় অর্থবিভাগ এসইআইপি প্রকল্পের উপ-নির্বাহী প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মাহফুজুল আলম খান, এসআইপি প্রকল্পের টিভিইটি স্পেশালিষ্ট ড. নূরুল ইসলাম, এসইআইপি প্রকল্পের সহকারী উপ-নির্বাহী প্রকল্প পরিচালক ( উপসচিব) আসমা বেগম। বর্ণমালা কমিনিউকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ পিপুল।
স্বাগত বক্তব্যে রাখেন,  সেইপ’র দক্ষতা উন্নয়ন ও জেন্ডার সেনসেটাইজেশন বিষয়ক উদ্দেশ্য তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে তিনি  বলেন,  বিগত বছরগুলোতে সরকার গৃহীত বহুমুখী পদক্ষেপের কারনে বাংলাদেশ অত্যন্ত সন্তোষজনকবভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে। দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে হলে ক্রমবর্ধানএই প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে হবে। এজন্য দরকার দক্ষ জনবল। তাই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের বার্তা কাঙ্ক্ষিত জনগোষ্ঠীর মাঝে পৌঁছে দিয়ে তাদের প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। নারীসহ সমাজের অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষতা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার জন্য তিনি অংশগ্রহণকারীদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন- বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে  বিশ্বমানের দক্ষ জনশক্তি গড়ে তুলতে  হবে। সেই উদ্দেশ্য অর্থ বিভাগ ২০১৪ সাল থেকে সেইপ প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  কার্যক্রম পরিচালনা করছে। এধরণের ট্রেনিং কার্যক্রমে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির পথ তৈরি হবে।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি উন্নয়ন ও মানবসম্পদ)  রায়হান কবীর, এনডিসি মোঃ রিদওয়ান  আহমেদ রাফি, জেলা প্রশাসক কার্যালয়েরসহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন প্রমুখ।
এসময় কর্মশালায়  সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা  হাসনা হেনা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মন্ডল, জেলা অফিসের সহকারী পরিদর্শক মোঃ রবিউল হাসান মন্ডল,  আইএমটি সিরাজগঞ্জের অধ্যক্ষ প্রকৌশলী হারুন অর রশিদ, টিটিসি সিরাজগঞ্জ সদর অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হাশেম, জেলা পরিষদ সদস্য জুঁই খাতুন,  জেলা তথ্য অফিসার মোঃ আবুল খায়ের ,উপপরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা, ব্র্যাক সিরাজগঞ্জের সম্বয়ক মোঃ রইস উদ্দিন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী  পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ হেলাল আহমেদ,সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান,  ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম সহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.