উল্লাপাড়ায় মাদক ও বাল্যবিয়ে রোধে শোভাযাত্রা
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
মাদক ও বাল্যবিয়ে রোধে শনিবার উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয় চত্ত্বরে এক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সড়াতৈল জনকল্যান সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে। পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার, সাবেক প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, জনকল্যান সংস্থার সম্পাদক শফি তালুকদার, বাদল মীর, মাহমুদুল ইসলাম বাবলা প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার আগে এক বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে সড়াতৈল উচ্চ বিদ্যালয়, সড়াতৈল দাখিল মাদ্রাসা, সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন অংশ গ্রহন করেন। শোভাযাত্রা শেষে স্কুল চত্ত্বরে বৃক্ষ রোপন করা হয়েছে।