শাহজাদপুরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্তে ঘুষ গ্রহণের সত্যতা পেয়েছে জেলা রেজিস্ট্রার

আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের শাহজাদপুর সাব-রেজিষ্ট্রার সুব্রত কুমার দাস এর বিরুদ্ধে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছেন জেলা রেজিস্টার আবুল কালাম মো. মঞ্জুরুল ইসলাম। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ঘুষ ছাড়া কোন দলিল পাশ করেন না তিনি। যোগদানের পর থেকেই দলিল প্রতি তিনি ১৫ শত থেকে ৩৫ শ টাকা উৎকোচ নিয়ে আসছেন। নিরুপায় জনগন ও দলিল লেখকরা জিম্মি তার কাছে। তার ঘুষ গ্রহনের কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে আন্দোলনও হয়েছে কয়েক দফা। কিন্তু তিনি অদৃশ্য ক্ষমতা বলে উপরের কর্তাদের খুশি করে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রনে রেখেছেন এবং নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন ঘুষ বাণিজ্য। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রেজিষ্ট্রি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ায় আলোচনায় এসেছেন নতুন করে।

১৫ আগস্ট রাতে ভুক্তভোগী একজন দলিল লেখক মোঃ সোহেল রানা তার ফেসবুক আইডি থেকে ঘুষ নেওয়ার একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায় একটি দলিল রেজিস্ট্রি করা বিনিময়ে তিনি ঘুষ গ্রহণ করছেন। তারপর থেকে বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং ব্যাক্তিগত আইডিতে শেয়ারের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে সমালোচনার ঝড় উঠতে থাকে সোস্যাল মিডিয়ায়। ২০১৮ সালের ডিসেম্বরে শাহজাদপুরে যোগদানের পর থেকেই দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে শাহজাদপুর সাব-রেজিষ্ট্রি অফিস। যেখানে হেবার ঘোষনা পত্র দলিলের জন্য সরকারি ফি নির্ধারণ করা হয়েছে ৬৪০ টাকা এনফি ২৪০ টাকা সেখানে সরকারি ফি ব্যাতিত আলাদা ভাবে প্রতিটি দলিলের জন্য সর্ব নিম্ন উৎকোচ হিসেবে নেয়া হচ্ছে ১৫০০ টাকা থেকে শুরু করে ২৫ হাজার টাকা পর্যন্ত। এসব টাকা আদায়ের জন্য অবৈধ ভাবে রাখা হয়েছে সুমন নামের জনৈক এক ব্যক্তিকে।

এ ব্যাপারে সুমন কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, স্যার আমাকে এখানে নকল নবিশ হিসেবে চাকরি দিয়েছে। গ্রাহকদের কাছ থেকে অবৈধ টাকা লেনদেনের বিষয়টি জিজ্ঞেসা করলে তিনি অস্বীকার করেন ও বলেন এ বিষয়ে স্যারের সাথে আপনারা কথা বলেন। অথচ ভিডিওতে তার টাকা লেনদেনের দৃশ্য ধরা পরে। সাব-রেজিষ্ট্রি অফিসে সরেজমিনে গিয়ে এক ভুক্তভোগী কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের মোঃ মানিক বলেন, আমি একটি হেবার ঘোষনা পত্র দলিল রেজিষ্ট্রি করতে এলে প্রথম দিন আমাকে নানা অজুহাতে দলিল রেজিষ্ট্রি না পরে আবার আসতে বলেন। পরে সুমন আমাকে ২৫ হাজার টাকাসহ আসতে বলে, আমি পরবর্তীতে অতিরিক্ত ২৫ হাজার টাকা উৎকোচ প্রদান করায় রাজি হলে আমার দলিলটি রেজিষ্ট্রি করে দেন।

সংবাদকর্মিদের তথ্য অনুসন্ধানে শাহজাদপুর সাব-রেজিষ্ট্রি অফিসের সাব-রেজিষ্ট্রার সুব্রত কুমার দাস ও সুমনের অবৈধ উৎকোচ বিনিময়ের ভিডিও হাতে আসে। সোস্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার দাস নিজেই একজন দলিল লেখকের কাছ থেকে উৎকোচ হিসেবে ১৫শত টাকা নিচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি দলিলের উৎকোচ বাবদ আনিসকে প্রথমে ৩ হাজার টাকা দিলে আনিস উক্ত দলিল লেখককে বলেন স্যার ৩৫শ টাকা দিতে বলেছেন। পরে দলিল লেখক টাকা না দিয়ে সাব রেজিষ্ট্রারকে ফোন দিতে বললে আনিস সাথে সাথে সাব -রেজিষ্ট্রার সুব্রত কুমার দাসকে ফোন দিয়ে কথা বলে ৩ হাজার টাকা ফেরৎ দিয়ে বলেন ৩৫শ টাকার কমে হবে না। বাধ্য হয়ে উক্ত দলিল লেখক ৩৫শ টাকাই প্রদান করেন।

এ ব্যাপারে জানতে চাইলে সাব-রিজিস্ট্রার শুব্রত কুমার দাস জানান, আমি বা আমার অফিসে কোন প্রকার ঘুষ নেয়া হয় না। আপনারা যা শুনেছেন তা সঠিক নয়। সুমনের টাকা গ্রহণের ভিডিওটি দেখালে তিনি মন্তব্য করতে রাজি হননি। তখন থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ সংশ্লিষ্টতার অভিযোগে সংবাদ প্রকাশ করা হয়। গত বুধবার সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রার রেজিস্টার আবুল কালাম মো. মঞ্জুরুল ইসলাম শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসে তদন্তে আসেন।

এ বিষয়ে জেলা রেজিস্টার আবুল কালাম মো. মঞ্জুরুল ইসলাম সাংবাদিকদের জানান,শাহজাদপুরের সাব-রেজিস্টার সুব্রত কুমার দাসের ভিডিও ভাইরাল হবার বিষয়টি আমার নজরে আসার পর আমি গত বুধবার সরেজমিনে গিয়ে তদন্ত শুরু করেছি। ভাইরাল হওয়া যেসব ভিডিও ও ছবি রয়েছে হাতে এসেছে তার কিছু অংশের সত্যতা রয়েছে স্বীকার করে তিনি বলেন, তদন্ত রিপোর্টটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.