উল্লাপাড়ায় বৃষ্টিতে সবজির ব্যাপক ক্ষতি দাম বৃদ্ধির আশংকা

উল্লাপাড়া প্রতিনিধিঃ

বৈরী আবহাওয়ায় এক টানা বৃষ্টিতে সবজির ব্যাপক ক্ষতি হচ্ছে । এ ক্ষতির কারণে বাজার সবজির দাম বৃদ্ধির আশংকা করছে ক্রেতা-বিক্রেতারা । সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খরিপ-২ আওতায় ২৭০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হয়েছে । এক টানা কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় অনেক ক্ষেতে পানি বেঁধে গাছ নষ্ট হয়েছে । এতে কৃষকের লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে । আরও ক্ষতি হওয়ার আশংকা রয়ে গেছে । মাঠের পর মাঠ সবজির ক্ষেতে এখন পানি উঠে আছে । সম্প্রতি টানা বৃষ্টিতে উপজেলার কয়ড়া ইউনিয়ের কৃষ্টপুর, রতন কয়ড়া, দূর্গানগর ইউনিয়নের মহেশপুর এলাকার বিভিন্ন ধরনের শাক-সবজির ক্ষেতে পানি জমে থাকায় শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক দিনের ভারী বর্ষণের কারণে এমন ক্ষতিতে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে বলে জানায় কৃষকেরা । উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায় এবারে খরিপ-২ এর আওতায় ২৭০ হেক্টর জমিতে কৃষক শাক-সবজির আবাদ করেছিল। এরমধ্যে ০.৫ শতাংশ সবজির খেত পুরোপুরি নষ্ঠ হয়ে গেছে। এতে ক্ষতির পরিমান প্রায় ২ লাখ টাকা। অনেক মাঠ পুরোটাই তলিয়ে গেছে। আবাদ করা সবজির ক্ষেত পানির নিচে থাকায় উৎপাদনে ধস নামতে পারে বলে শঙ্কা করছে কৃষিক । মাঠের পর মাঠ এমন ক্ষতি হওযায় কৃষকের মাথায় হাত ।

এছাড়াও বৃষ্টির কারনে বীজ তলার ব্যাপক ক্ষতি হয়েছে। এবারে ফুলকপি, টমেটো, বেগুন, শসা, লালশাক গাজরসহ লাভের আশায় শীতকালীন সবজির আবাদ করা হয়েছিল। তবে অসময়ের বৃষ্টিতে খরচের টাকাও তুলতে পারবেন কিনা তা নিয়ে দূশ্চিন্তায় সবজি চাষীরা। দূর্গানগর ইউনিয়নের মহেশপুর গ্রামের কৃষক হোসেন আলী জানান, সবজি চাষে এবারে ভালো লাভবান হওয়ার আশায় ৫০ শতক জমিতে শসা আবাদ করেছিলাম। এই জমিতে খচর হয়েছে ৬৫ হাজার টাকা। তবে লাভ তো দূরের কথা করচের টাকাও উঠবে না। এই অঞ্চলে টানা কয়েক দিনের বৃষ্টিতে সবজি খেত তলিয়ে গেছে । শসা খেতের জমিতে পানি জমে থাকায় শসা পঁচে যাচ্ছে । জমির ভিতর দিয়ে ড্রেন করে পানি বের করার চেষ্টা করেও কোন উপকার আসছে না । তলিয়ে যাওয়া জমি থেকে কিছু পরিমাণ শসা তুলে বিক্রি করার চেষ্টা করছে । কয়ড়া ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের কৃষক আলম হোসেন বলেন, এবারে ১ বিঘা জমিতে টমেটোর চারা রোপন করেছিলাম। কিন্তু টানা বৃষ্টিতে সব চারা নষ্ট হয়ে গেছে । আর ক্ষতি হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। এছাড়াও  ১২ শতক জায়গাতে মুলার আবাদ করা হয়েছিল সেটাও নষ্ট হয়েছে। জমিতে পানি জমায় সকল সবজির বিজতলা ও চারা নষ্ট হয়ে গেছে ।

উল্লাপাড়া আর.এস বাজারের সবজি ব্যবসায়ী কামাল হোসেন ও ক্রেতা আকমল হোসেন জানায় এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি তার উপর বৃষ্টিতে সবজির ব্যাপক ক্ষতি হওয়ায় দাম বৃদ্ধির আশংকা করছেন তারা ।  

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, এবারে খরিপ-২ এর আওতায় ২৭০ হেক্টও জমিতে সবজি চাষ করা হয়েছিল। টানা বৃষ্টির কারণে ০.৫ শতাংশ জমির সবজি পুরো পুরি নষ্ট হয়ে গেছে। তবে দু/এক দিনের মধ্যে বৃষ্টি ছেড়ে গেলে ক্ষতির হাত থেকে রক্ষা পাবে সবজির ক্ষেতগুলো ।

মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া, সিরাজগঞ্জ

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.