উল্লাপাড়া

উল্লাপাড়ায় চৌকিদাহ ব্রিজ থেকে মরদেহ উদ্ধার

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চৌকিদাহ ব্রিজের নীচ থেকে এক আমিনুল সেখ(৩৬) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

১২ নভেম্বর বুধবার সকালে ঢাকা–পাবনা মহাসড়কের চৌকিদাহ ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আমিনুল সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুুর গ্রামের আয়নাল সেখের ছেলে বলে জানা গেছে ।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করতে হবে।

মোঃ আব্দুস ছাত্তার ,উল্লাপাড়া, সিরাজগঞ্জ

১২/১১/২০২৫