শাহজাদপুরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার
আবির হোসাইন শাহিন:
শাহজাদপুরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা যায়, গত শুক্রবার বিকেল ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার এস আই আফজাল হোসেন সঙ্গীয় পুলিশফোর্সসহ পৌর এলাকার শক্তিপুর গ্রামে দশ সয্যা বিশিষ্ট্য মা ও শিশু কল্যান কেন্দ্রের পাশে এক অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ মোঃ মিলন (২৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ।এ ব্যাপারে শাহজাদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দ্বায়ের হয়েছে।জানা যায় ,আসামী মোঃ মিলন উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার গ্রামের মোঃ শহীদ প্রমানিকের পুত্র। আসামীকে আজ শনিবার দুপুরে শাহজাদপুর উপজেলা আদালতে প্রেরন করা হয়েছে।