“ভালোবাসা শব্দটা” মনিরা আক্তার মিম
ভালোবাসা শব্দটা
মনিরা আক্তার মিম
নিশিময় আকাশ,
আলোকহীন চন্দ্র।
স্তব্দ বাতাস,
খানিকক্ষন আঁখি মেলা।
রাত্রিজাগা সময়ে অজস্র ভাবাচিন্তা
একাকিত্ব সময় করিয়াছে গ্রাস!
নিস্তব্দতাই বানিয়েছে নিরাস।
মরুময় জীবনে হঠাৎ বৃষ্টি নামার মতো
খানিক পাওয়া মহূর্তগুলো আজ চমকিত বিদ্যুৎ।
শব্দহীন ঘন কালো মেঘাচ্ছন্ন
কালো রাত্রিগুলো জরিয়েছ
একাকি কাটানো সময়ের মাঝে।
সুখতারা গুলো জানে জমাটবাধা কষ্ট।
ভালোবাসা শব্দটা কেন জানি
কষ্ট পাওয়ার সর্বোশ্রেষ্ঠ।