সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় পথচারী ও হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপে থাকা ২ মাছ ব্যবসায়ী। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগমহাসড়কে সদর উপজেলার মুলিবাড়ী-কড্ডার মাঝামাঝি এলাকায় পিকআপ উল্টে শাহাদত হোসেন (৩২) নামে হেলপার নিহত হয়েছেন। অপর দিকে, সলঙ্গার পাঁচলিয়ায় পিকআপ ভ্যান চাপায় রায়হান আলী (৩৩) নামে এক পথচারি নিহত হয়েছে। নিহতরা হলেন, রায়হান আলী সলঙ্গা থানার পাঁচলিয়া রানীনগর গ্রামের ছোরহাব আলীর ছেলে ও হেলপার শাহাদত নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার প্রি-গরিলা এলাকার এহসান আলীর ছেলে। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, শুক্রবার সকালে হাটিকুমরুল গামী একটি পিক-আপ ভ্যান পাঁচলিয়া বাজার এলাকায় পৌছিলে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারি রায়হানকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়। অপর দিকে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক আবু সাঈদ জানান, কয়েক মাছ ব্যবসায়ীকে নিয়ে পিকআপ ভ্যানটি হাটিকুমরুল গোলচত্বর এলাকার মৎস্য আড়তের দিকে যাচ্ছিল। পিকআপটি ঘটনাস্থলে পৌছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপের হেলপার শাহাদত।