উল্লাপাড়াকে সন্ত্রাস-চাঁদাবাজী মুক্ত আদর্শ শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই
উল্লাপাড়া প্রতিনিধঃ
উল্লাপাড়াকে সন্ত্রাস-চাঁদাবাজী মুক্ত আদর্শ শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই, সেই সাথে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে এমপি হিসেবে নির্বাচিত করেণ তা হলে আগামীতে এই শিক্ষা নগরিতে “১টি পলিটেকনিক ইনস্টিটিউট”, ১টি “নার্সিং ইনস্টিটিউট” ও ১টি স্টেডিয়াম প্রতিষ্ঠা সহ সরকারি আকবর আলী কলেজকে পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নতি করণের প্রতিশ্রুতি দিলেন, শিক্ষানুরাগী সাবেক সংসদ সদস্য, এম আকবর আলী । তিনি আজ ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে পৌর শহরের মুক্ত মঞ্চে উল্লাপাড়া উপজেলা বিএনপি আয়োজিত এক বিশাল আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন ।
এ অনুষ্ঠানের প্রধান বক্তা সাবেক এমপি ধানের শীষের মনোনীত প্রার্থী এম আকবর আলী বলেন ১৯৭৫ সালে আজকের এই দিনে ৭ ই নভেম্বর আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার প্রত্যায় বুকে ধারণ করেই সিপাহী জনতা রাজপথে নেমে এসেছিল। সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে রক্ষা পায় এদেশের গণতন্ত্র ও স্বাধীনতা। এম আকবর আলী আরো বলেন দীর্ঘ ১৬ বছরে এদেশের ও স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। গণতন্ত্রপূর্ণ উদ্ধারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে দেশের গণতন্ত্রকে পুন উদ্ধার করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক মনোনয়ন দিয়েছে। উল্লাপাড়ার জনসাধারণ আমাকে ধানের শীষের প্রতীককে বিপুল ভোটে বিজয় করলে আমি উল্লাপাড়ার মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাব ইনশাআল্লাহ।
ঐতিহাসিক ৭ ই নভেম্বর উপলক্ষে এ আলোচনা সভার পূর্বে শহরের প্রধান প্রধান সড়ককে বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা প্রদক্ষিণ করা হয়। সভায় আরো অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপি’র সভাপতি মো: বেলাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হেলাল সরকার, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: আজিজুর রহমান মানু, সাবেক কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু, মো: শফিউল মোমেন শফি, সরকারি আকবর আলী কলেজের সাবেক জিএস মো: রফিকুল ইসলাম রফিক , উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুস সালাম ও সাবেক পৌর বিএনপির সদস্য সচিব কাউন্সিলর মো: মুকুল হোসেন প্রমুখ।
মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
০৭/১১/২০২৫
