উল্লাপাড়া

উল্লাপাড়ায় গণঅধিকার পরিষদ (জিওপি)’র চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উল্লাপাড়া প্রতিনিধিঃ

“জনতার অধিকার আমাদের অঙ্গিকার আমাদের অঙ্গিকার দেশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া গণঅধিকার পরিষদ (জিওপি) উপজেলা শাখা চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ।

রবিবার বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উল্লাপাড়া উপজেলা গণঅধিকার পরিষদ আনন্দ মিছিল, কেক কর্তন ও আলোচনা সভার আয়োজন করেন । গণ অধিকার পরিষদ উল্লাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক ইন্জিনিয়ার মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উল্লাপাড়া গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ পারভেজ রাব্বি, জেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোঃ হৃদয় মাহমুদ অন্তর, জাতীয় নাগরিক পার্টির দায়িত্বশীল মোঃ লিয়ন মাহমুদ, বড়হর গণ অধিকার পরিষদ শাখার সভাপতি,মোঃ সাজেদুল ইসলাম, হাটিকুমরুল গণ অধিকার পরিষদের, সভাপতি, হাফিজুর রহমান হাফিজ, গণ অধিকার পরিষদ,জেলা শাখার যুগ্ম আহ্বায়ক, নাজমুল হোসেন নোমানী, ছাত্র অধিকার পরিষদ, উল্লাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি, আলামিন হোসেন ও জুলাই আহত যোদ্ধা মোঃ রনি আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আরিফুল ইসলাম সর্দার যুগ্ম সদস্য সচিব,গণ অধিকার পরিষদ উল্লাপাড়া শাখা ।

মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া,

সিরাজগঞ্জ ২৬/১০/২০২৫