উল্লাপাড়ায় বিয়ের নৌকা ও বাইজ নৌকার সংঘর্ষ নিহত ২ আহত অন্তত ১৫ জন, নিখোজ রয়েছে কয়েক জন
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের নৌকা ও বাইজ নৌকার সংঘর্ষে ঘটনা স্থলেই ২ জন নিহত, আহত -১৫ জন এবং নিখোঁজ রয়েছে-১ জন । ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দহুকুলা রেল ব্রীজের পাশে ।
প্রতক্ষদর্শীরা জানায় শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বড়পাঙ্গাশী ইউনিয়নের শুকলাই গ্রাম থেকে বিয়ে করে নৌকা যোগে পাবনা জেলার ফরিতপুর উপজেলার রতনকান্দি গ্রামে যাবার পথে এবং উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাশী ইউনিয়নের চাকসা দক্ষিনপাড়া গ্রামের মায়ের আচল বাইজ নৌকাটি মহরা শেষে ফিরে আসার পথে দহুখুলা নদীর দহুকুলা ব্রীজের পাশে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষ হয় । এ সময় বরযাত্রী বোজাই বিয়ের নৌকাটি বাইজের নৌকার উপরে উঠে পরলে বাইজের নৌকাটি নদীতে তলিয়ে যায় । এতে নৌকার বাইজাল মাঝি দুই জন নিহত হয় ।
নিহতরা হলেন, চাকসা নদী পাড়া গ্রামের মৃত,সাহেব আলীর ছেলে, রইজ উদ্দিন মন্ডল ও মোহনপুর নরসিংহ পাড়া গ্রামের, মৃত কোবাদ আলীর ছেলে, নুর ইসলাম । এ ঘটনায় আরো অন্তত ১৫ জন বাইজাল মাঝি গুরুতর আহত হয়। এদেরকে উল্লাপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও একজন নিখোজ রয়েছে। বাইজাল নৌকাটি পানির নিচে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া, সিরাজগঞ্জ ৩০/০৮/২০২৫